হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না
মনে হয় যেন মরেই গেছি আমি
বর্ষার আকাশের মত আঁধার নামে
ঝিঁঝিঁ ডাকে তার মতই একটানা
ঘুম নামে তবু ঘুম নেই
শুধু স্বপ্নের কুচকাওয়াজ
মনে হয় যেন মরেই গেছি আবার
হয়তো বেঁচে থাকিনি, জন্মাই নি কোনদিন
প্রতিবার ফিরে ফিরে আসি বিচ্ছিন্ন অভিমানে
যে জীবন আমায় দেয়নি কোনো দায়
তার কাছে কিসের দায়বদ্ধতা
কিসের নির্ঘুম পথ-কুকুরের চিত্কার
তবু পার হয়ে যায় এ রাত্রী
নির্লিপ্ত শোকে এ পারাবার
ছায়ার মৃত্যু হয় দেয়ালে দেয়ালে
শুষে নেয় নিশিথের এ শুন্যতা মহাকাল
বিক্ষুব্ধ মাতালের মত
এর চেয়ে মৃত্যু বুঝি ভালো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।