আমাদের কথা খুঁজে নিন

   

৮ হাজার রুপসী বাংলা!!!

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

শহরের এক কোণে কিছু মানুষ, অবিরত স্বপ্ন বুনে !!! ওরা মানুষ !!! ওদেরও জীবন আছে!!! রুপসী বাংলা'র বারে হাজার টাকা!!! অবিরত উড়ে. হাজার বোতল কাচের বোতল!!! হাজার টাকা!!!! আরে বোকা, ওরে স্বপ্ন বুনা পাগল তুই তো মরবিই, তোর যে চাই মোটে হাজার ৮ টাকা!!! পায়ে হেটে চলে স্বপ্ন, গাড়িতে চলে রুপসী বাংলা!!! আসর বসে প্রতিরাতে ওরে মানুষ,, বোকা মানুষ!!!! রুপসী বাংলা তোরে খায় খায় তোর ৮ হাজার টাকা!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।