ক্যারিয়ারে সবচেয়ে গতিময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী তিশা। দিনে দিনে নিজেকে নিয়ে যাচ্ছেন ভিন্ন এক উচ্চতায়। স্বাক্ষর রাখছেন নিজের রুচি আর অভিনয়শৈলীর। এর মধ্যে নিজের সম্মান ও দেশের সম্মানও বাড়িয়ে তুলেছেন। সম্প্রতি কোরিয়ার শুভেচ্ছা দূত হয়েছেন।
কাধে তুলে নিয়েছেন সংস্কৃতি আদান-প্রদানের দায়িত্ব। পাশাপাশি অভিনয় তো করছেনই। নাটক এবং চলচ্চিত্রে নিজেকে রাঙিয়ে তুলছেন নতুন নতুন রূপে, নতুন নতুন স্বাদে।
তিশা বর্তমানে ঈদের নাটকের অভিনয় নিয়েই বেশি ব্যস্ত। বেশকিছু নাটকে অভিনয় করেছেন তিনি।
তবে অবশ্যই বেছে বেছে। তিনি বলেন, 'ঈদ মানেই তো উৎসব। তাই উৎসবে নিজের উপস্থিতিটা ভিন্ন ভিন্ন স্বাদে দেখতে চাই। এ জন্যই বেছে বেছে বেশকিছু নাটকে অভিনয় করেছি। আশা করি আমার দর্শক-ভক্তরা আমার অভিনয় ভালোভাবেই উপভোগ করবে।
'
ঈদের নাটকের পাশাপাশি তিশা ধারাবাহিক নাটক নিয়েও ব্যস্ত। বেশ কয়েকটি ধারাবাহিক প্রচার হচ্ছে তার। আর সবকিছুর পর থাকে চলচ্চিত্র। মোস্তফা সরয়ার ফারুকীর 'ডুবোশহর' চলচ্চিত্রে অভিনয় করছেন। এই চলচ্চিত্র নিয়ে তার ব্যস্ততা এবং প্রস্তুতি এখন সবচেয়ে বেশি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।