হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন ১০ বিচারপতি। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের অ্যানেক্স-২ ভবনের অডিটোরিয়ামে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনতাদের শপথ পাঠ করান।
শপথ নেয়া বিচারকরা হলেন- বিচারপতি মো. নুরুল হুদা জায়গীরদার, বিচারপতি কেএম কামরুল কাদের, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি একেএম সাহিদুল হক, বিচারপতি সহিদুল করিম, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম। এসময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ছাড়াও সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।