আমাদের কথা খুঁজে নিন

   

নিউ জিল্যান্ডের পরিকল্পনায় বাংলার ১১ ক্রিকেটারই

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে নিউ জিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান রস টেইলর বলেন, “এক থেকে এগারো, প্রত্যেকের জন্যই আমাদের পরিকল্পনা আছে। বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে যাদের নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ”
সর্বশেষ ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানের হারে এবার ভীষণ সতর্ক নিউ জিল্যান্ড। বাংলাদেশ দলের সব খেলোয়াড় সম্পর্কেই এবার সতর্ক তারা।
“তামিম ও সাকিব বিশ্বমানের খেলোয়াড়।

আমাদের বিপক্ষে আগেও সাফল্য পেয়েছেন আব্দুর রাজ্জাক। গাজীর (সোহাগ) অনেক ফুটেজ দেখেছি। মাহমুদুল্লাহ আমাদের বিপক্ষে ভালো খেলেছিল, হ্যামিল্টনে ওর একটা শতকও রয়েছে। ”
টানা তিন দিন ইনডোরে অনুশীলনের পর সোমবারই প্রথম আউটডোরে অনুশীলনের সুযোগ মেলায় সন্তুষ্ট টেইলর।
“সকালে উঠে ভাবিইনি যে সূর্যের দেখা মিলবে।

মাঠে অনুশীলন করে আর ব্যাটিং করে ভালো লাগছে। তবে ইনডোরে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। বাইরে এসে আরো সতেজ লাগছে। ”
সর্বশেষ সিরিজে ৪-০ ব্যবধানে হারার কথা না কি মনেই ছিল না টেইলরের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা জিজ্ঞেস করার আগ পর্যন্ত এটা আমার মনেই ছিল না! আগেও বলেছি, বাংলাদেশ নিজেদের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলে।

শুধু প্রতিদ্বন্দ্বিতার জন্যই নয় ওদের চাপে ফেলতে আমাদের নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। ”
এটা প্রতিশোধের সিরিজ কি না সেই প্রশ্নের জবাবেও কৌশলী সাবেক এই অধিনায়ক। “আমার মনে হয় শেষ টেস্ট সিরিজ আমরা ১-০ ব্যবধানে জিতেছিলাম। এখন আমরা টেস্টের দিকেই মনোযোগ দিচ্ছি। ”
স্পিন দিয়ে এবার পরাস্তের পরিকল্পনা সহজ হবে না।

নিউ জিল্যান্ডের ক্রিকেটাররা এবার প্রস্তুতি নিয়েই এসেছেন বলে জানান টেইলর।
“আমাদের অনেকেই এখানে আগেও খেলেছে। খেলেছে ভারত আর শ্রীলঙ্কাতেও। প্রকৃতিগতভাবে স্পিনের বিপক্ষে আমরা আক্রমণাত্মক নই। সাফল্যের জন্য নিজেদের ফর্মুলাই অনুসরণ করতে হবে।


নিউ জিল্যান্ডের দুই স্পিনার ব্রুস মার্টিন ও ইস সোধির বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের। এটা অতিথিদের বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন নিউ জিল্যান্ডের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তবে তিনি মনে করেন, পেসাররাই এই সিরিজে ব্যবধান গড়ে দিতে পারে।
“আমার মনে হয় পেসাররা এখানে ভালো করবে। উইকেট ভঙ্গুর বলেই মনে হচ্ছে।

আমার মনে হয়, রিভার্স সুইংয়েরও ভালো ভূমিকা থাকবে। আমাদের বেশ কয়েকজন উঁচু মানের পেসার রয়েছে যারা নতুন বলে বল করাটা খুব উপভোগ করে। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।