আমাদের কথা খুঁজে নিন

   

যখন স্বপ্নরা আসে

ধুসর

যখন স্বপ্নরা আসে হেসে কুটি কুটি হয় বর্তমান এক ঝাক গাংচিল উড়ে চলে বলে যায় ভালবাসার ই কথা যখন স্বপ্নরা আসে তোমার ই স্মৃতিরা লুটুপুটি খায় সাদা সাদা ইচ্ছেগুলো ভেসে বেড়ায় ইশারায় কাছে ডেকে বলে....ভালবাসি যখন স্বপ্নরা আসে তখন তুমিও আসো রিনিঝিনি নুপুরের অঙ্কিত মুর্ছনায় বলে যাও......ভালবাসি যখন বল ভালবাসি।.... হেসে যাই...ভেসে যাই...বলে যাই স্বপ্নে নয়...আমার স্পর্শানুভুতি তে আমি তোমাকে চাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।