আমাদের কথা খুঁজে নিন

   

দেশ অনিবার্য সংঘাতের দিকে এগিয়ে চলছে

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশ অনিবার্য সংঘাত আর রক্তপাতের দিকে এগিয়ে চলছে।

আজ দুপুরে বনানীস্থ জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় পার্টি চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির যৌথ সভায় তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন,  দেশ আজ অনিবার্য সংঘাত আর রক্তপাতের দিকে এগিয়ে চলছে। জাতি এই সংঘাত ও রক্তপাত থেকে মুক্তি চায়। দুইটি দলের ক্ষমতায় যাবার লড়াইয়ে দেশবাসী আজ দিশেহারা হয়ে পড়েছে।

জাপা চেয়ারম্যান আরো বলেন, দেশবাসী আজ অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। ২৫ অক্টোবর কী হবে না হবে তা নিয়ে জনগণ আজ উদ্বিগ্ন। আমরাও জানি না আসলে কী হবে। দেশবাসীর সঙ্গে আমরাও আজ আতঙ্কিত। আওয়ামী লীগ যদি নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানে এবং সব রাজনৈতিক দল যদি নির্বাচন বর্জন করে তবে জাতীয় পার্টি সে নির্বাচনে অংশ নেবে না।

কোনোঅবস্থাতেই আমরা কাউকে ক্ষমতায় বসানোর জন্য কোনো নির্বাচনী ফাঁদে পা দেবো না।

জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে যৌথ সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য  সোলায়মান আলম শেঠ, মো. তাজুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা সিরাজুল ইসলাম প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।