আমাদের কথা খুঁজে নিন

   

~~~ মনে করো, যেন বিদেশ ঘুরে || মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে || তুমি যাচ্ছ পালকিতে, মা, চ’ড়ে ~~~

বিশ্বাস চিরঞ্জীব । মুক্তমন ।:█▓▓▓▒▒▒░░░░

মা তুমি মা মমতাময়ী মা মা.. তুমি ধৈর্যের প্রতীক     মা.. তুমি চির উদারতার আধার ঃ––– মা.. ওগো মা.. তুমি মহান তু্মি একটি সমাজ একটি জাতি- দেশ- মহাদেশ।। মা.. তুমি পৃথিবী মাগো.. তুমি সকল সৃষ্টির উৎস.. মা.. তুমি সকল ক্ষমতার উর্ধ্বে.. তুমি মা.. তুমি.. তুমি.. তব পদধূলি ললাটে মেখে স্বর্গ রচিবে তোমার ছেলেরা..         সূর্যরাঙা ।মা।   নতুন দিনের         প্রথম প্রভাতে আশীর্বাদ দাও.. তব উদার হাতের পরশ নিয়ে নতশিরে মোরা ধন্য হই।। তোমাকে অনেক ভালোবাসি মা.. |||||||||||||||||||||||||||||||||||||||||||||||

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।