আমাদের কথা খুঁজে নিন

   

আহা! কালি কলম মন.।

লোকালপ্রেস চোখের সামনেই কালির আঁচড়ের যুগ শেষ হয়ে গেল। এখন কম্পিউটার (কম্প-ইতর)-এ টিপাটিপি ও চাপাচাচির সময় চলছে। ’কালি-কলম-মন খেলে তিন জন’-কবেই উধাও হয়ে গেছে। বলতে পারেন, মাথার কোন অংশ দিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেয়া হয়? ঠিক বলেছেন, একেবারে তরল সস্তা অংশটুকু দিয়ে। কয়েক বছরের মধ্যে অনলাইনে ব্লগিং-এর যুগও শেষ হবার জোগাড়।

ফেইস বুক কোন কোন ক্ষেত্রে ব্লগিং-এর ভূমিকা রাখছে বটে, কিন্তু তা-ও হয়ে পড়ছে মাইক্রোব্লগিং। ট্যুইটার-এর মতো। কারণ, বহু কথা লেখার জন্য ফেইসবুকে বসে- দুটি লাইন লিখেই শেষ হয়ে যায়। একে, চিন্তার কোষ্ঠকাঠিন্য বলা যায় কি-না আমি জানি না। তবে একরকমের বন্ধাত্ব যে আমাদের গ্রাস করছে তা বলাই বাহুল্য।

কিছুদিন আগেও আমার এক বন্ধু ফেইসবুকে বেশ বড় বড় কবিতা ও স্ট্যাটাস দিতেন। কিছুদিন হয় তিনি অনুকাব্য লিখছেন। কয়েকদিন লক্ষ্য করছি দুয়েক শব্দের স্ট্যাটাস দিয়ে পাট চুকিয়ে ফেলছেন। আহারে, মোবাইল মানুষকে রাতদিন কথা বলতে উষ্কে দিচ্ছে, আর কেড়ে নিচ্ছে লেখার ভাষা। রবীন্দ্রনাথ তার সারাজীবনে যত লেখালেখি করেছেন, তার ভেতর দিয়ে তিনি যেভাবে আবিস্কৃত হন, তার চেয়ে গভীর ও পুঙ্খানুপুঙ্খভাবে আবিস্কৃত হন, চিঠির মাধ্যমে।

আজ আর চিঠি লেখা হয় না। কবিরাও ক্ষুতে বার্তায় মনের তথ্য জানান। তাহলে টিকে থাকবে কী ? মৃত্যুর পর কীভাবে আবিস্কৃত হবেন একেকজন গুণী মানুষ ? ফেইসবুকের স্ট্যাটাস থেকে ? সেখানে তো পাওয়া যাবে তরল ও সস্তা অংশটুকুই । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।