আমাদের কথা খুঁজে নিন

   

আর কিছুক্ষণ

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

আর কিছুক্ষণ, যারা সুখে আছেন শীতাতপে যারা ডুবে আছেন মাতাল অন্ধকারে, ভোর আসবে আবারো শুভ্রতার ডাক নিয়ে, পথে কুকুর আর ডাস্টবিনে ছেড়া খাবারের সন্ধানে মানুষও ভীড়বে যারা অন্ন খুঁজে রাতের অন্ধকার পেরোলে। আর কিছুক্ষণ,ভূমিষ্ঠ শিশুর মতো আমিও চিৎকারে, আমার স্বপ্নবাজ মনের সাথে ৫২ তাসের হিসেব মিলাবো, না মিললে আবারো আরেকটা ভোরের অপেক্ষায়, শুভ্রতার ডাকে, স্নিগ্ধতায় তাকিয়ে থাকবো, না আকাশের দিকে নয়, রাজাদের দেদারসে দেশ নিয়ে যোনির খেলার মাতম দেখতে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।