Speak অপশনটি আমার মতো সেই সকল অলস ব্যক্তিদের জন্য-যারা নিজের লিখা কোন ডকিউমেন্ট বা এসাইন্টমেন্ট কিংবা MS Word এ লিখা কোন ইংরেজি অনুচ্ছেদ নিজে কষ্ট করে পড়তে চান না কিন্তু আশা করেন-ইশ্ যদি কেউ পড়ে শোনাত কতইনা ভালো হত (মামার বাড়ির অবদার-যেন গার্লফ্রেন্ডকে অনুরোধ করা)। কিন্তু এই কাজটিই এখন আপনি করতে পারবেন কোন প্রকার সফ্টওয়্যার ইনিষ্টল করা ছাড়া।
এর মাধ্যমে আপনাকে ইংরেজিতে লিখা যে কোন ডকিউমেন্ট পড়ে শোনাবে Ms Office তবে এটি আপনারা অনেক কাজে ব্যবহার করতে পারবেন। যেমন-
নিচের ধাপ গুলো অনুসরণ করুন-
১. একটি নতুন Word Document নিন।
২. Customize Quick Access Toolbar এ ক্লিক করুন।
(Word Document এর বাম পাশের উপরের দিকে)
৩. “More Commands” এ ক্লিক করুন।
৪. Choos Commands from এ Select করে “Commands Not In The Ribbon” এ ক্লিক করুন।
৫. নিচে “Speak” অপশনটি খুজে বের করে Select করে Add বাটনে ক্লিক করুন।
৬. শেষে OK ক্লিক করুন।
৭. এবার Quick Access Toolbar এ লক্ষ করলে দেখবেন একটি নতুন অপশন যোগ হয়েছে।
৮. এবার নিজের ইচ্ছা মতো ইংরেজিতে কিছু লিখুন। যেমন আমি লিখেছি David Grayson এর ADVENTURES IN FRIENDSHIP বই এর ON FRIENDSHIP গল্পের কিছু লাইন-
৯. সর্ম্পূণ লিখাটি CTRL+A চেপে Select করুন।
১০. Quick Access Toolbar থেকে Speak অপশনে ক্লিক করুন।
১১. এবার সাউন্ড বাড়িয়ে শুনতে থাকুন আর মজা নিন।
যারা কষ্ট করে আমার ১ম লেখাটি পড়বেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
না পড়লেও ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।