আমাদের কথা খুঁজে নিন

   

কত বিচিত্রই না এই পৃথিবী: ভূ-মধ্যসাগরে নৌকা ঢুবে মৃত মানুষদের মরণোত্তর ইতালির নাগরিকত্ব প্রদানের ঘোষনা


কত বিচিত্রই না এই পৃথিবী। অবৈধ ভাবে ইতালিতে প্রবেশ কালে ভূ-মধ্যসাগরে নৌকা ঢুবে মৃত মানুষদের জন্য ইতালিতে জাতীয় শোক ঘোষণা করা হয়, সেই দেশের মানুষরা গির্জায় গিয়ে সকল মৃত মানুষদের জন্য চোখে জ্বল ফেলেন। সেই দেশের সরকার ঘোষণা দেন মৃত সকল মানুষদেরকে মরণোত্তর নাগরিকত্ব প্রদানের। Italy grants citizenship to Lampedusa dead অন্যদিকে, দারিদ্র কিশোরী ফেলানি যখন নিজের দেশে ফিরছিল তখন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হায়েনারা নিরস্ত্র কিশোরীটিকে শুধু গুলি করেই ক্ষান্ত হননি; সেই সাথে ৪ ঘণ্টা ধরে কাটা তারের বেড়ায় ঝুলিয়ে রেখে তিলে তিলে মৃত্যু নিশ্চিত করেন। গুলিতে আহত কিশোরীটি যখন মৃত্যুর পূর্বে শেষ বারের মত ১ গ্লাস পানির জন্য চিৎকার করছিল তখন বিএস এফ এর সেই হায়েনারা তা শুনে পৈশাচিক উল্লাসে মেতে উঠেন। না মৃত্যু মাঝেই শেষ হয়ে যায় না দারিদ্র ফেলানীর প্রতি অবমাননা। যে দেশটিতে তার জন্ম, নিজের জীবন বাজী রেখে অবৈধ ভাবে বিদেশে গিয়ে টাকা অর্জন করে যে দেশটিতে পাঠান ফেলানির মতো অবৈধ শ্রমিকেরা; সেই দেশের রাজনীতিবিদদের বৈদেশিক মুদ্রা পাহাড় জমেছে বলে তৃপ্তির ঢেকুর তুলবার সুযোগ করে দেন, সেই দেশের মন্ত্রী অস্বীকার করেন তার নাগরিকত্ব। লক্ষ-লক্ষ অবৈধ প্রবাসী শ্রমিকের কষ্টার্জিত পাঠানো টাকায় পরিচালিত সরকারী বিশ্ববিদ্যালয় থেকে বিনে পয়সায় পড়া-লেখা করা কিছু শুয়োরের বাচ্চারা তাকে মরণোত্তর আর একবার মেরে-ফেলে এই বলে যে কেন সে অবৈধ ভাবে বিদেশ গেল। কত বিচিত্রই না এই পৃথিবী: ভূ-মধ্যসাগরে নৌকা ঢুবে মৃত মানুষদের মরণোত্তর ইতালির নাগরিকত্ব প্রদানের ঘোষনা দেয়।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।