ফের আন্দোলনে নেমেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। পেশাগত বৈষম্য দূরসহ দুই দফা দাবিতে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষাথীরা আবারো পরীক্ষা বর্জন করে রাস্তায় নামে। আজ মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা বিক্ষোভ ছাড়াও ভাঙচুর ও সড়ক অবরোধ করে।
মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও সাতরাস্তার মোড়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক-অবরোধ করে।
পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে ক্যাম্পাসের ভিতরে নিয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েই বিক্ষোভ করছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ সরকার তাদের দাবি মেনে নিলেও এখন পর্যন্ত গেজেট প্রকাশ করা হয়নি।
বগুড়া পলিটেকনিক শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে সকাল ৯টায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও কোন পরীক্ষার্থীকেই হলে প্রবেশ করতে দেয়নি আন্দোলনরত শিক্ষার্থীরা।
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে নির্ধারিত সময় অতিবাহিত হলেও পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি।
সাতক্ষীরায় পরীক্ষা বর্জন করে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ময়মনসিংহে পলিটেকনিক শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে ডিপ্লেমা ইঞ্জিনিয়ারদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরণ ও বেতন-ভাতা বৈষম্য দূর, গেজেট সংশোধন এবং ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও প্রশিক্ষণ ভাতা বাড়ানোসহ কয়েকটি দাবিতে সকাল থেকেই আন্দোলন করে যাচ্ছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।