প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপলের কর্মরত ও নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ‘কিউ’ কোম্পানিটি তিন কোটি পাঁচ লাখ থেকে চার কোটি পাঁচ লাখ ডলারের বিনিময়ে কেনা হয়েছে বলে জানিয়েছেন। অ্যাপল চুক্তির কথা স্বীকার করলেও দামের ব্যাপারে কিছু জানায়নি।
অ্যাপলের এক প্রতিনিধি ম্যাশএবলকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছে, “অ্যাপল বিভিন্ন সময়ে বিভিন্ন ছোট প্রযুক্তি সংস্থাকে কিনে নিয়েছে এবং আমরা সাধারণত আমাদের প্রয়োজন বা পরিকল্পনার কথা জানাই না।”
কিউ আগে গ্রেপ্লিন নামে পরিচিত ছিল। এটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম লিংকডইন, জিমেইল, ক্যালেন্ডার এবং ড্রপবক্সের বিভিন্ন কার্যকলাপের প্রক্রিয়াকে সহজ করে দিত। কোম্পানিটি গত বছর তাদের নাম পরিবর্তন করে কিউ বানিয়েছিল।
বুধবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সার্ভিস বন্ধ করার ঘোষণা দেওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।