নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।
যে দেশে ঘি-এর দাম আর লবণের দাম সমান সেদেশে নাকি আইনের শাসন থাকে। এটা প্রচলিত কথা। তবে এই দেশ থেকে যে আইনের শাসন অলিক কল্পনা, যাকে শুনা যায় দেখা যায় না এটা নতুন করে বলার কিছু নেই। তবুও নিজেকে বড্ড অপরাধী মনে হয় যখন সাম্রাজ্যবাদের কাছে দাসখত দেওয়া আমাদের শাসকশ্রেণী বিশ্ব মানবমুক্তির সরাসরি বিরুদ্ধে দাড়িয়েঁ সাম্রাজ্যবাদের পা-চাটা চাকরের ভূমিকাতে অবর্তিণ হয়।
গত বিএনপি সরকার সাসাম্রাজ্যবাদী ভারতের স্বার্থে বিশ্ব পুজিঁর মহাজনি সংস্থা বিশ্বব্যাংক-এর পরমর্শে বিশ্বের সর্ববৃহত্তম পাঠকল আদমজী ধ্বংস করে দিয়েছে। আওয়ামীলীগ পঁাকা ব্যাবস্থা করে ফেলেছে সুন্দরবন ধ্বংসের। তাই বলে সুব্রত বাইনের মতো একজন খুনি, ধর্ষক, চাদাবাজ মাস্তানের সাথে অনুপ চেটিয়ার মতো জাতিসত্ত্বার মুক্তি সংগ্রামের মাহান নেতাকে দিয়ে বন্দিবিনিময়! আমার এভেবে লজ্জ হচ্ছে যে, অনুপ চেটিয়া যে জাতির মুক্তি সংগ্রামের জন্য লড়াই করছে সেই জাতি আমাদের মহান আমাদের মহান মুক্তি সংগ্রামে কত সহযোগিতাই না করেছিল। আমার এই ভেবে ঘৃণা হচ্ছে এই দলেই নাকি কথাই কথাই মুক্তি যুদ্ধের চেতনার কথা বলে। অথচ দেখুন গু আর ঘি-এর পার্থক্য বুঝেনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।