আমাদের কথা খুঁজে নিন

   

হজ ইসলামের অন্যতম রুকন

ইসলামের পাঁচটি রুকনের মধ্যে হজ একটি গুরুত্বপূর্ণ রুকন এবং একটি স্বতন্ত্র ইবাদত ও মহান আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ পন্থা। নিঃসন্দেহে কাবা শরিফ হলো দ্বীন ইসলামের প্রধান নিদর্শনাবলির এক অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। আল্লাহপাক ইরশাদ করেন, যারা আল্লাহপাকের নিদর্শনাবলির প্রতি সম্মান প্রদর্শন করবে, নিশ্চয়ই এটা তাদের খোদাভীতির পরিচয় বলে গণ্য হবে।
 
 
আল্লাহপাক তার সক্ষম ও ধনী বান্দাদের প্রতি হজব্রত পালন করা ফরজ করে দিয়েছেন। হজরত আলী ইবনে আবি তালিব হতে বর্ণিত রাসূলে পাক (সা.) বলেন, যে ব্যক্তি বায়তুল্লাহ শরিফ পৌঁছার পথ খরচের মালিক হয়েছে অথচ হজ করেননি, সে ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক তাতে আল্লাহপাকের কিছু আসে যায় না।

আর হজের গুরুত্ব এ জন্য যে, মহান আল্লাহ বলেন, মুমিন বান্দার প্রতি বাইতুল্লাহ শরিফের হজব্রত পালন করা ফরজ, যারা সে পর্যন্ত পৌঁছার সামর্থয রাখে। (তিরমিজি শরিফ)।
 
হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রাসূলে পাক (সা.) বলেন, যখন তুমি কোনো হাজীর সঙ্গে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম করবে এবং মুসাফা করবে এবং তাকে অনুরোধ করবে তিনি যেন তোমার জন্য দোয়া করেন। এসব কিছু তার ঘরে প্রবেশ করার আগে।
 
হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রাসূলে পাক (সা.) বলেন, যে ব্যক্তি হজ পালন করল অতঃপর আমার কবর জিয়ারত করল সে ওই ব্যক্তির মতো যে আমার জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাত্ করল।

(বায়হাকি শরিফ)।
 
লেখক: খতিব, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ
 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।