হেমন্ত-বসন্ত
হেমন্ত আমার বসন্ত__কেনো না হেমন্তে তুমি মন দিয়েছিলে
হেমন্ত আসতে দেখে তাই অজস্র ফুলের সুবাসে ভরপুর মন
ঐ যে বলছিলে অনার্য ভাষায় হেলে পড়া বিকেলে
রূপকথাকাহিনীর রাজকন্যার নরম মধুর কথোপকথন !
হেমন্ত আসলে আমি ফুটি উঠি যেন আটিঁয়া কলার থোর
ভুরভরে মাটি হই, হই বহুদিন পর কাছে পাওয়া প্রোষিতভর্তৃকা
আনন্দে আটখান হই__অজস্র পুলক মনের ভিতর
আচমকাই হয়ে যাই সুরার আর সুধার গন্ধ মাখা।
হেমন্তেই দিয়েছিলে মন__আর মিলন কৃত্য এই হেমন্তের হিমরাতে
স্মৃতির স্পর্শে হেমন্ত তাই মধুযামিনীর এক স্মরণীয় রাত
ঐ সেদিন তুমি ভেসেছিলে আহমান এক ঝরঝর প্রপাতে
জীবনে সেদিন নেমেছিলো ধবধবে এক শুভ্র প্রভাত।
হেমন্ত এলে তুমি আসো__ভালোবাসো__হুরপরী মোর
প্রকৃতির অপরূপ রূপে আমিও ফুটে ফুটে হই কত মনোহর।
০৯.১০.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।