ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের অনলাইন পাঠকদের শতকরা ৭০ শতাংশের বেশি মনে করেন, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে নোবেল পুরষ্কার দেয়া উচিত। পত্রিকাটির পক্ষ থেকে পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে দেখা গেছে, গার্ডিয়ানের সাংবাদিকরা নোবেল পুরষ্কার দেয়ার জন্য যেসব নাম উপস্থাপন করেছেন সেগুলোর মধ্যে শীর্ষে রয়েছে প্রেসিডেন্ট রুহানির নাম। এ জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছেন পাকিস্তানের সমাজকর্মী মালালা ইউসুফজাই। অবশ্য মালালা চেয়ে চারগুন বেশি ভোট পেয়েছেন ড. রুহানি।
এছাড়া পারস্পরিক সম্মান এবং সমঝোতার ভিত্তিতে পশ্চিমের সঙ্গে সম্পর্ক স্থাপনের যে আহ্বান রুহানি জানিয়েছেন তা গার্ডিয়ানের অনলাইন পাঠকদের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।