কোন এক প্রভাতফেরীতে গান শুনেছিলাম আমার ভাই এর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি তোমাকে ভুলিতে পারি আবার শুনেছি সোনার বাংলা। কখনো শুনি না না না শোধ হবে না ! শোধ করার ইচ্ছা থাকলে তো হবে । আর শোধ করেই বা লাভ কি । আজ তো আমরা স্বাধীন তারমানে যা ইচ্ছা করতে পার শহীদ মিনার এ জুতা পরে ওঠা থেকে শুরু করে শুকরগুলোকে প্রশ্রয় দেওয়া । মাতৃ ভাষাই সুন্দর সুন্দর গালি দেওয়া আর মা এর বুকে দারিয়ে পস্রাব করা যে বুক খাদ্য যোগায় । কেন করব না এরকম ? আমাদের সেখান হয়েছে এরকম । কখনো দেখিনি পূর্বপুরুষদের দেখেনি তথাকথিত নেতাদের আমরা করবো কেন ! তাই আমি বাংলায় কথা বলি, মা ডাকি গালি দেই বাংলায় !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।