আসসালামু আলাইকুম ।
গত ১৫/৯/২০১৩ ইং তারিখে একটি সাধারণ এন্ড্রয়েড ফোন (১২/১৩ হাজারের মধ্যে) কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হই । ইচ্ছা ছিল Symphony Xplorer W92 কিনব । যথারীতি মার্কেটে গিয়ে Xplorer W92-র কথা বললাম । কিন্তু দোকানদার জানাল, তার দোকানে W92 এর স্টক শেষ এবং স্বভাবিক দোকানীর ন্যায় তিনি আমাকে অন্য এন্ড্রয়েড ফোনগুলি দেখাতে লাগল ! ঐদিন সেখান থেকে চয়েস করে কিনে ফেললাম Symphony Xplorer W125 স্মার্ট ফোনটি ।
প্রায় 20+ দিন ইউজ করে আমার যে অভিজ্ঞতা হয়েছে,আজ তারই আলোকে Xplorer W125 এর উপর একটি রিভিউ লেখার চেষ্টা করব ....
প্রথমেই আসি Symphony Xplorer W125 এর স্টাইলের কথায় । W125 সেটটি কিছুটা লম্বা হলেও আমার কাছে যথেষ্ট স্টাইলিসই মনে হয়েছে । এটি অনেক স্লিম একটি মোবাইল ফোন, দেখতে অনেকটা Samsung Galaxy S4 এর কাছাকাছি । এর ডিসপ্লের দিকটা অনেক মসৃন । কারন,এতে টাচ হিসেবে Home,Back & Options বাটন দেয়া আছে।
পেছনের দিকটাও মসৃন কিন্তু এটা হাতকে খুব তাড়াতাড়িই ঘামিয়ে দেয় । মনে হয়, ব্যাক পার্টটি ডটেড হলে ভাল হত । তবুও ডানদিকে চিকন ও আকর্ষনীয় Volume Up/Down ও পাওয়ার বাটন থাকায় সেটটিকে আমার ভালই লাগে ।
4.5" ডিসপ্লের W125 সেটটিতে ব্যবহার করা হয়েছে TFT Multi Touch Qhd Display. যার স্কিন Resolution (540*960px).Qhd ডিসপ্লে হওয়ায় এর অ্যাঙ্গেল ভিউ ও নরমাল ভিউ আমার কাছে যথেষ্ট ভাল মনে হয়েছে । এছাড়া, এর ছবিও যে কোন নরমাল ফোন থেকে অনেক বেশী স্বচ্ছ ও উজ্জ্বল ।
1.2 Ghz Quad-Core ARMv7 প্রসেসর থাকায় সেটটিতে যে কোন কাজই খুব দ্রুত হয় । এতে PowerVR SGX 544 MP (OpenGLES V2.0) জিপিইউ ব্যবহার করা হয়েছে । তাই সব নরমাল গেম-ই (I.e. ট্যাম্পল রান 2, হাইওয়ে রাইডার, ফ্রুট নিন্জা, এয়ার অ্যাটাক Hd) স্মুথলি খেলা যায় । এছাড়া আমি NFS Most Wanted গেমটি কোন প্রকার ল্যাগ ছাড়াই খেলেছি । সেটটির গ্রাফিক্স ভিউয়িং এক কথায় অসাধারন ।
GTA Vice City গেমটি এখনও খেলিনি ! তবে আমার ধারনা, এটাও স্মুথভাবে চলবে । যতটুকু মনে হয়,আপনি এটাতে সব গেইমই স্মুথলি খেলতে পারবেন । এছাড়া মাল্টি টাস্কিং তো থাকছেই !
এবার ক্যামেরায় আসি.... W125 সেটটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ও ১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা । রাতে ছবি তোলতে রয়েছে LED ফ্লাস । দিনে বা রাতে zoom ছাড়া ছবি তোললে ছবির কোয়ালিটি যথেষ্ট ভাল হয় ।
কিন্তু zoom দিলে অন্যসব চায়না সেটের মতই ছবি ফেটে যায় ।
আর ফ্রন্ট ক্যামেরা ১ এমপি হলেও ভিডিও কলের জন্য আমার কাছে উপযুক্তই মনে হয়েছে । ক্যামেরা Performance অভার-অল ভালই বলা চলে । উল্লেখ্য- উভয় ক্যামেরাই 1020p ভিডিও রেকর্ড করতে সক্ষম ।
এখন আসি RAM ও রমের কথায় ।
এতে ১ জিবি RAM ও ৪ জিবি রম ব্যবহার করা হয়েছে । যদিও আপনি রম পাবেন 1.08Gb এর মত ! তাই আপনি কোন রকম ঝামেলা ছাড়াই অনেক অ্যাপস ইন্সটল করতে পারবেন । আমার সেটে প্রায় ৮ টট গেমস ও ১১ টি সফট ব্যবহার করার পর Android Assistance দিয়ে Quick Boost ছাড়া RAM চেক করলে খালি দেখায় 641 Mb.তাই আশা করি RAM এর ব্যাপারে আপনাকে কোন অসুবিধায় পড়তে হবেনা ।
Symphony Xplorer W125 এ রয়েছে 2100 Mah ব্যাটারী । কিন্তু মজার কথা হল ব্যাটারিটি Li-Ion নয়, Polymer (!) ভাবছেন ব্যাকআপ কেমন পাবেন ? নো চিন্তা- আপনি একটানা ৫ ঘন্টা গেমস খেললেও ব্যাটারী অন্তত 20% অবশিষ্ট থাকবে ।
আর মডারেট ইউজের কথা নাহয় নাই বললাম ।
আপনারা হয়ত ভাবছেন- আমি সেটটি ইউজ করি বলে শুধু W125-এর গুনগান গাচ্ছি । ভাই, এবার কাইন্ডলি একটু থামেন । আমি যদি এর খারাপ দিক নিয়ে বলি তাহলে প্রথমেই বলতে হবে, এর অডিও সাউন্ড কোয়ালিটি তেমন একটা সুবিধার নয় ! অডিওতে নোয়াইস একটু বেশীই বুঝা যায় এবং সাউন্ডও কম । তবে মোটামোটিভাবে চলন-সই বলতেই হবে ।
এছাড়া আমার সেট দিয়ে প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে সমস্যা হয় । এ দুটি সমস্যা ছাড়া অন্য-কোন সমস্যা আমি এখনও পাইনি । সমস্যা পেলে সাথে সাথে আপনাদের জানাবো ।
আর হ্যা ! আমি সেটটি কিনেছিলাম 14990TK দিয়ে । কিন্তু এখন এর দাম মাত্র 12100TK ।
আজ এ পর্যন্তই ! সবাইকে ধন্যবাদ !
বি.দ্রঃ আমি একজন নতুন টিউনার এবং এটাই আমার প্রথম টিউন । তাই ভুল হলে ক্ষমা করবেন । কষ্ট করে পড়ার জন্য আপনাদের আবারও ধন্যবাদ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।