মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।
তুমি তো জানই আমার কনভিনস্ পাওয়ার কম। কাছে থাকলে যেভাবে হোক অভিমান মিটিয়ে ফেলতাম।
ভিতর ভিতর কষ্ট হচ্ছে অনেক। প্রকাশ করার ভাষা জানা নেই। কষ্ট প্রকাশ করতে না পারার কষ্টটায় অনেক বেশী কষ্ট দেয় । আমার প্রতি তোমার অসুন্তুষ্টতা বুঝতে পারি কিন্তু কিভাবে কি করব বুঝতে পারি না। I am just stupid. তুমি তো বললে আমার আর সরি বলতে হবে না, আমি টেনসন ফ্রি।
এটা দিয়ে যা মিন করেছ আমি মনে হয় ঠিকভাবে বুঝতে পারিনি। না হয় এমন লাগছে কেন? যাই হোক আমি আর ওটা বুঝতেও চাই না। কি করবো বলো সারাদিনের ব্যস্ততায় অনেক বেশি ক্লান্ত লাগে। ইচ্ছে থাকলেও অনেক কিছু পেরে উঠি না। তোমাকে ভাল রাখতে আমার চেষ্টার ত্রুটি থাকবে না।
কারণ আমি তোমাকে অনেক অনেক ভালবাসি। পারলে আমার অনাকাঙ্খিত, অনিচ্ছাকৃত ভুল গুলো sacrifice করে আমাকে ভালো থাকতে সহযোগিতা করো ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।