বুধবার পেশাদার লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রথমে ২৬ অগাস্ট থেকে ২০ অক্টোবর পর্যন্ত দলবদলের সময়সীমা থাকলেও ঈদুল আজহার কারণে ২৩ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় লিগ কমিটি। ক্লাব প্রতিনিধিদের অনুরোধে আবার তা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হলো।
৩১ অক্টোবর পর্যন্ত দলবদল চলার কারণে এ মাসে ফেডারেশন কাপ শুরু হতে পারছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৫ অক্টোবরের বদলে ৩ নভেম্বর থেকে মৌসুম-সূচক টুর্নামেন্টটি শুরু করার আশা করছে।
ফেডারেশন কাপ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে শুরু হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দেশের প্রধান ফুটবল লিগ নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু করার ব্যাপারে আশাবাদী বাফুফে।
বুধবারের সভায় খেলা চলার সময় বাফুফের নির্বাহী কমিটির সদস্যদের কোনো ক্লাবের হয়ে মাঠে ঢোকার অনুমতি দেয়ার পক্ষে মত দিয়েছে পেশাদার লিগ কমিটি।
এ প্রসঙ্গে পেশাদার লিগ কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, “আমরা বাফুফের নির্বাহী কমিটির সদস্যদের মাঠে ঢোকার অনুমতি দেয়ার পক্ষপাতী। এটা সুপারিশ আকারে বাফুফের নির্বাহী কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্বাহী কমিটি চাইলে তারা মাঠে ঢোকার অনুমতি পাবেন। ”
এর আগেও একবার পেশাদার লিগ কমিটি এই সুপারিশ করেছিল। কিন্তু নির্বাহী কমিটি তা বাতিল করে দেয়।
এছাড়া ক্লাব প্রতিনিধিদের অনুরোধে পেশাদার লিগ কমিটির কয়েকজন সদস্যকে রেফারিজ কমিটিতে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।