আমাদের কথা খুঁজে নিন

   

শেষ বিকেলের আলো



কবির মন্ডলের বিখ্যাত উপন্যাস "তাহারা কারা" থেকে সংকলিত "শেষ বিকেলের আলো " । সে অনেকদিন আগের কথা । এক দেশে এক রাখাল বালক ছিল। তাহার ছিল একটা বিশাল বকরি । আর ছিল একটা বাঁশের বাঁশি।

সে প্রতিদিন সেই বকরি খান মাঠে হাঁচার দিয়া মনের আনন্দে ঘুইরা বেড়াইত আর বাঁশি বাজাইত। অতঃপর একদিন রাখাল বালক তাহার এক খান ছাগল মাঠে চরাইয়া সে একটা বটবৃক্ষের ছায়াতলে আসিয়া বসিল। প্রচণ্ড গরম । প্রচণ্ড রৌদ উঠিয়াছে। দখিনা বাতাস, পরান্ডা জুড়াইয়া গেল ।

বৃক্ষের পাতা নড়িতেছে। তাহার পিছনে বিশাল বন, ঘন অরণ্য । সামনে বিশাল সবুজ মাঠ। তাহার পর ধান খেত। তাহার পর বিশাল দিঘি।

ডান পাশে বিশাল সরিষা খেত। তাহার পাশে বিশাল লাল শিমুল বন । হঠাৎ বটবৃক্ষের তলে বসিয়া হাওয়া খাইতে খাইতে তাহার ধরিয়া গেল । ছুটা । বেপার নাহ ।

পিছে বনের দিকে ঢুকিয়া লুঙ্গি উঁচা করিয়া বৃক্ষের গুরায় ধরণির বুকে মেশিন ছড়িয়া দিল। হঠাৎ "তেঁতুল" । তেঁতুল দেখিয়া তাহার জিহ্বা নড়িয়া চরিয়া উঠিল। তাহার লালা ঝরিয়া পনির সহিত মিশিয়া গেল। বালক লুঙ্গি ঝাড়িয়া উঠিয়া পরিল ।

একখান ঢিল ছুড়িয়া মারিল তেঁতুল বৃক্ষে ইহাতে কিছু তেঁতুল ঝরিয়া পরিল । তেঁতুল গুলো কুরিয়া আনিয়া রাখাল বালক বটবৃক্ষের ছায়া তলে ফিরিল। অতঃপর চুক্কা তেঁতুল কামড়াইয়া কামড়াইয়া খাইতে লাগিল। তেঁতুল মুখে পুরিয়া বাঁশি খান হাতে লইয়া চোখ বুজিয়া একটা বিরহের করুন সুর বাজাইতে লাগিল। আনমনে বাজাচ্ছে ত বাজাচ্ছে ।

হঠাৎ রাখাল বালক তাহার পাশে কাহারো স্পর্শ অনুভব করিতে পারিল । সে তাহার ঘার ঘুরাইয়া পাশে তাকাইল। সে তাহার অন্তর মাঝে ধাক্কা খাইল । এক রূপসী কন্যা । এক হুল পরি।

ব্যাকুল হইয়া এক দৃষ্টিতে নয়ন জুড়াইয়া রাখাল বালক হুল পরীর দিকে তাকাইয়া রহিল। হুল পরী রাখাল বালককে তাহার মধুর বাঁশির সুর শুনাইতে কহিল। অতঃপর রাখাল বালক মুখ হইতে তেঁতুলের বিচি থু করিয়া ফলাইয়া দিয়া চোখ বুজিয়া এক রোমান্টিক সুর বাজাইতে থাকিল। হুল পরী তাহার পাশে বসিয়া শুনিতে লাগিল। সূর্যটা হেলিয়া পরিছে।

বাতাস মধুর হতে আরও মধুরত্বর লাগছে। হঠাৎ সুর বন্ধ হইয়া গেল। রাখাল বালক তাহার স্পর্শ হারাইয়া ফেলল। বেদনা বিধুর হৃদয়ে অস্তমান সূর্যের দিকে তাকিয়া রহিল। চোখের কোনে জল জমিয়া চোখ দুখান ঝাপসা হইয়া অশীল।

আস্তে আস্তে সূর্যের আলো নিভিয়া গেল। আকাশ বাতাসে ধ্বনিত হইল বিরহের সূর । আর ধ্বনিত হইল , "আমার এ বন্ধন ছিন্ন করিয়া যদি যেতে চাও যাও ছাড়িয়া আমি রব তোমার পথ চাহিয়া যেমন চেয়ে থাকে সূর্যমুখী ফুল বকরিটার কি হল তা আর জানা যায়নি। * সমাপ্তি *

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।