আমাদের কথা খুঁজে নিন

   

এইচ এস বি সি – কালি ও কলম তরুন কবি ও লেখক পুরস্কার ২০১৩

ও পথ মাড়িও না যে পথ তুমি চেননাকো----
এইচ এস বি সি – কালি ও কলম তরুন কবি ও লেখক পুরস্কার ২০১৩ চলতি বছর এইচ এস বি সি – কালি ও কলম বাংলাদেশের তরুন লেখকদের সৃজনধারাকে সঞ্জীবিত করার উদ্দেশ্যে পাঁচটি বিভাগে পুরস্কার প্রদান করবে । প্রতিটি বিভাগে ১লক্ষ টাকা করে মোট পাচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন এইচ এস বি সি – কালি ও কলম কর্তৃপক্ষ ৯অক্টো.-১৩ এক সাংবাদিক সন্মেলনে । ১। কবিতা ২। ছোটগল্প ও উপন্যাস ৩।

প্রবন্ধ, গবেষণা ও নাটক ৪। মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণা বা প্রবন্ধ ৫। শিশু ও কিশোরদের জন্য রচিত কবিতা ,গল্প ও উপন্যাস । ২০০৮থেকে শুরু হয়ে এটি পঞ্চমতম পুরস্কার আয়োজন । ১৮ থেকে ৪০ বছর বয়সী বাংলাদেশের নাগরিক ও বিদেশে বসবাসরত বাংলাদেশী কবি ও লেখকদের মৌলিক সাহিত্য কর্ম বিবেচিত হবে ।

২০১২ জুলাই থেকে ২০১৩ জুন এঁর মধ্যে প্রকাশিত গ্রন্থ সমুহের রচনাগুলো এ প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে । ২২শে ডিসেম্বর ২০১৩ র মধ্যে কালি ও কলম দফতরঃ বেঙ্গল সেন্টার , প্লট -২ ,সিভিল এভিয়েশন ,নিউ এয়ারপোর্ট রোড ,পোস্ট- খিলক্ষেত, ঢাকা-১২২৯ ঠিকানায় পাঁচ কপি বই জমা দিতে হবে । ২০১৪ সালের এপ্রিলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেয়া হবে । আরও জানতে যোগাযোগঃ০১৭২৬২০৬৭৩৪ ০১৫৫২১০০৩৫০ ৮৯০১১৮০ তথ্য ও ছবিঃশাহ আজিজ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।