ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের জন্য প্রথম পর্বে ১০ লাখ টিকিট ছেড়েছিল আয়োজকরা। তাতে গত বুধবার রাত পর্যন্ত ৫৪ লাখ আবেদন পড়েছে।
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) ও আয়োজক দেশ ব্রাজিল বিশ্বকাপের জন্য সর্বসাকুল্যে ৩৩ লাখ টিকিট ছাড়বে। কিন্তু টিকিট সহজলভ্যতার থেকে বেশি আবেদন পড়ায় লটারির মাধ্যমে সৌভাগ্যবানদের বাছাই করবে আয়োজকরা।
স্বাগতিক ব্রাজিলই প্রথম পর্বের আবেদনে সবার থেকে এগিয়ে রয়েছে। এরপর আবেদনে সেরা নয়ের বাকি দেশগুলো আমেরিকা, আর্জেন্টিনা, জার্মানি, চিলি, ইংল্যান্ড, জাপান, কলম্বিয়া, অস্ট্রেলিয়া ও মেক্সিকো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।