আমাদের কথা খুঁজে নিন

   

শেষ হলো রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ

দশ ট্রাক অস্ত্র মামলায় অবশেষে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মুজিবুর রহমান গতকাল রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি মনিরুজ্জামান চৌধুরী সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। তিনি এ ঘটনায় অস্ত্র আইনের মামলায় ৫৬তম এবং চোরাচালান মামলায় ৫৩তম সাক্ষী। আদালত সূত্র জানায়, জামায়াতের আমির, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ আসামিকে আদালতে হাজির করা হয়।

বেলা ১২টা ৫৫ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। বাবরের পক্ষে দুটি পিটিশন জমা দিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তা নিষ্পত্তির দাবি জানান। এগুলোয় মামলার প্রথম তদন্ত কর্মকর্তা আহাদুর রহমান এবং আরেক সাক্ষী পুলিশ কনস্টেবল এ কে এম মহিউদ্দিনের অসমাপ্ত জেরা শেষ করতে তাদের পুনঃতলবের আবেদন করা হয়েছে। রাষ্ট্রপক্ষ এ সময় ৩ অক্টোবর আদালতের দেওয়া নির্দেশনা অনুযায়ী মনিরুজ্জামান চৌধুরীর জেরা শেষ করার আবেদন জানায়। আসামি ও রাষ্ট্র পক্ষের মধ্যে এ নিয়ে দীর্ঘ বাকবিতণ্ডা হয়।

আদালত একপর্যায়ে সাক্ষীকে কাঠগড়া থেকে নামার নির্দেশ দেন। জেরার সুযোগ দিতে তাকে ১০ মিনিট পর আবারও কাঠগড়ায় দাঁড় করানো হয়।

মহানগর পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ বলেন, 'আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করে ২৩ অক্টোবর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন। ওই দিন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী আসামিদের পরীক্ষা করা হবে। ' ২০০৪ সালের ১ এপ্রিল রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটি ঘাটে দশ ট্রাক পরিমাণ অস্ত্রের চালান ধরা পড়ে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।