আমাদের কথা খুঁজে নিন

   

মামুর বাড়ির আবদার

হাসান প্রিয় মামু ( তুরস্কের প্রধানমন্ত্রি) আপনার উদারতা, বাংলাদেশ নিয়ে চিন্তা, পৃথিবীর শান্তি ভাবনা আমাদের কে মুগ্ধ করেছে । আপনার মতো মান্য জনের কথা না রেখে কি পারি মামু ?? ও মামা তোমার মনে ত অনেক দয়া, তুমি আমাগো ১৯৭১ সালের যত ক্ষতি হয়ছে সেগুলো দিয়া দিবা । টাকার হিসাবে মনে হয় ৫৬০০০,০০,৭০৩০০০০০ কুয়েতি দিনার হতে পারে, তুমি একটু হিসাব করে দিয়া দিবা। আর একটা কথা, তোমার রাজাকার গুলা আমাদের বুদ্ধিজীবী দের মেরে ফেলার কারনে আমরা এখনো হাটতে গিয়ে হোঁচট খাচ্ছি , তাই তোমার দেশের বড় বড় কবি, সাহিত্যিক, সুরকার, ডাক্টার, ইঞ্জিনিয়ার,প্রফেসার, চলচিত্র পরিচালক , এমন সব বুদ্ধিজীবী দিয়া দিবা আমাদের। আমরাও তোমার আলেম গুলারে ফাঁসী না দিয়া তোমার কাছে পাঠায় দিব, আরো দিব বড় বড় খুনি, ধর্ষক, প্রতারক ইতি তোমার ভাগ্না সাধারন জনগন গন প্রজাতন্র বাংলাদেশ সরকার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।