বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সরকার ও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছেন বলেছেন, ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।
গতকাল দিনগত মধ্যরাত সোয়া ১২টায় সংবাদ সম্মেলন ডেকে এ সব অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, ‘সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর লোকজন ১৮ দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে। নানারকম হয়রানির শিকার হচ্ছেন নেতাকর্মীরা। কিন্তু, এভাবে আন্দোলন দমানো যাবে না।’
রিজভী বলেন, ‘জোটের নেতা আবদুল মোমেন ও মশিউর রহমানের প্রতি প্রশাসনের আচরণ মেনে নেওয়া যায় না। সরকারের ফ্যাসিবাদী আচরণের বহির্প্রকাশ ঘটে চলেছে অবিরাম।’
এ সময় দলের নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।