আমাদের কথা খুঁজে নিন

   

রুট করুন Micromax a25 বা mt6575 চিপসেটের মোবাইলগুলো

একজন অত্যাধুনিক পাগল

Micromax a25 সহ যে সকল সেটের প্রসেসর বা চিপসেটের ভারসন mt6575৤ সে সমস্ত সেট এই মেথড দিয়ে রুট করা যাবে৤ প্রথমে আপনার সেটের প্রসেসর রকোন ভারসনে তা জানার জন্য CPU-Z অ্যাপটি বাইলেমো ইন্সটল করে জেনে নিন, তারপর RootGenius সফটওয়্যারটি আপনার পিসিতে রান করান , তারপর আপনার মোবাইলটি পিসিতে কানেক্ট করে ডিবাগিং মোডটি এনাবল করুন৤ এবার RootGenius এ কানেক্ট বাটনে ক্লিক করুন, যদি আপনার মোবাইলের সঠিক ড্রাইভার ইনস্টল করা থাকে৤ তাহলে মোবাইল কানেক্ট নিবে৤ তারপর শুধু নেক্সট বাটনে ক্লিক করুন এবং সবশেষে রুট বাটনে ক্লিক করে অপেক্ষা করুন৤ আপনার সেট রুট হয়ে গেছে৤ যদি কাজ না হয়, তাহলে কমেন্ট দিয়ে জানান। কাজ হলেও জানাবেন প্লিজ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।