আমাদের কথা খুঁজে নিন

   

ইহা কোনও ব্লগ নহে এটি একটি ফেইসবুকীয় স্ট্যাটাস।সিডির দোকান কে উৎসর্গ করলাম।

মুক্তমন। █▓▓▓▒▒▒░░░░ প্রত্যেকেরই অনুভূতি প্রকাশের একটি স্বাতন্ত্র থাকে - যেটাকে আমরা স্টাইল বলি। অনেকেই আবার অন্যের স্টাইল অনুকরণ করেন। এতে দোষের কিছু নেই। কিন্তু অনুকরণ যখন কারও কষ্টের কারণ হয়ে দাঁড়ায় - তখন সেই অনুকরণ না করাই শ্রেয়।

আমরা সবাই জানি- আমাদের প্রিয় একজন ব্লগার সিডির দোকান কমেন্টে তিনি তাঁর অনুভুতি এইভাবে প্রকাশ করেন। আমরা অনেকেই এমনকি আমি নিজেও মাঝে মাঝে তাঁর রিকমেন্টে তাঁর অনুকরণ করে থাকি। কিন্তু এতে তিনি খুব কষ্ট পান। এবং আজ তিনি তাঁর চলতি পোস্টে তীব্র নিন্দা জানিয়েছেন। আমি সম্মানীত ব্লগারদের কাছে অনুরোধ করবো - যেহেতু আমাদের ব্যবহারে সিডির দোকান মনক্ষুন্ন হয়েছেন - তাই আজকের পর থেকে সামু-তে যেন আর এইভাবে অনুভূতি প্রকাশ না করি।

                   ব্লগার সচেতনতায়- ইখতামিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।