চিন্তাশীল আলোচনা করতে চাই। সবার সহযোগীতা একান্ত কাম্য। অ্যাজাইরা পেচালের টাইম নাই। 100% গ্যারান্টি ধর্ষন আর ইভ টিজিং বন্ধ হবে না। আবার 100% গ্যারান্টি কেউ আর ধর্ষন আর ইভ টিজিং করতে চাইবে না ***
(*** শর্ত প্রযোজ্য।
শর্ত পোস্ট এর শেষ অংশে দেওয়া হয়েছে। )
মানুষের জীবন ধারনের কালচার বা সংস্কৃতি তৈরি হয় তার জীবন সম্পর্কে তার মুল্যবোধ থেকে। সেই মুল্যবোধ তৈরি হয় তার তার জীবন সম্পর্কে বিশ্বাস থেকে।
কেউ যদি বিশ্বাস স্থাপন করে,
* সে একদম স্বাধীন অর্থ্যাৎ সে যখন যা ইচ্ছা তা করতে পারবে, সে তার জীবন উপভোগ করার জন্য সে কারো কাছে জবাবদিহী হতে বাধ্য না এবং তার জীবন ধারনের জন্য সবচেয়ে প্রসিদ্ধ ও কার্যকরী কোন দিক নির্দেশনা নাই,
এবং
* তার ক্ষনস্থায়ী এই জীবনটা ই তার জীবনের সব কিছু এবং এর পর তার কোন অস্তিত্ব থাকবে না তাই যত ইচ্ছা জীবনের উপভোগ করে নিতে হবে।
তাহলে তার জীবনের মূল্যবোধ হবে,
জীবনটাকে উপভোগ করা।
উপভোগ একটা বস্তু ভিত্তিক বিষয় তাই দুনিয়ার সবচাইতে উপভোগ্য বস্তু (পুরুষের ক্ষেত্রে নারী ও নারীর ক্ষেত্রে পুরুষ) কে বস্তু ভিত্তিক বিষয় হিসেবে গন্য করবে। নারী বা পুরুষের প্রতি কোন মানবিক শ্রদ্ধাবোধ বা মূল্যবোধ থাকবে না। তারা থাকবে শুধুমাত্র বস্তু ভিত্তিক যেকোন মূল্যে আকাঙ্খিত বস্তু।
এর ফলশ্রুতিতে,
নারী ও পুরুষকে উপস্থাপন করা হবে আকর্ষনীয় বস্তু হিসবে অথবা নারী ও পুরুষ নিজেকে উপস্থাপন করবে আকর্ষন করানোর প্রতিযোগিতার বাজারে আকর্ষনীয় বস্তু হিসবে।
তাহলে তার জীবনের কালচার বা সংস্কৃতি হবে,
যেহেতু ঐ মানুষটি স্বাধীন তাই ( যেহেতু সে যখন যা ইচ্ছা তা করতে পারবে, সে তার জীবন উপভোগ করার জন্য সে কারো কাছে জবাবদিহী হতে বাধ্য না ) যেকোন মূল্যে নতুন নতুন উপায় খুজতে থাকবে যেন বস্তু সাদৃশ্য নারী পুরুষকে উপভোগ করতে।
এতে স্বাভাবিক ভাবে ঐ উপভোগ এর বস্তুকে না পেলে অস্বাভাবিক উপায় খুজে বের করবে। এক্ষেত্রে সরকার ব্যবস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থা ঐ অস্বাভাবিক কার্যক্রম রুখতে পারবে না। কারন সরকার ব্যবস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থা ঐ স্বাধীন ও বস্তু ভিত্তিক বিশ্বাস এর ভিত্তিতে গড়ে উঠা ব্যবস্থা।
তাই,
মেয়েদেরকে দিয়ে শীলা-চিকনী চামেলী-মুন্নী নাচানো হবে। তা দেখে সব মেয়েরা ব্যাকডেটেড হবার ভয়ে অথবা পুরুষের কাছে আরো আকর্ষনীয় হবার প্রতিযোগীতার জন্য সবাই শীলা-চিকনী চামেলী-মুন্নী হতে চাইবে।
পুরুষদের যৌন খুদা চরম মাত্রায় পৌছাবে। তারা স্বাভাবিক ভাবে শীলা-চিকনী চামেলী-মুন্নী কে না পেলে অস্বাভাবিক উপায় গ্রহন করবে। সেটাই ধর্ষন, গন-ধর্ষন, ঐচ্ছিক ধর্ষন অর্থ্যাৎ পরাকীয়ার কারন।
একটি আদর্শ বিপরীত লিঙ্গের সাথে যৌন সম্পর্ক স্থাপনের কার্যকরী, আধিক ফলপ্রসূ ও ভারসাম্য পুর্ন ব্যবস্থা (বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির ভিত্তিতে) নিন্মে বলার চেস্টা করলাম,
= বেশীর ভাগ মানুষই একটা সত্য বিষয় মেনে নেয় এবং বিশ্বাস করে যে আমাদের একজন সৃস্টিকর্তা আছে। যেহেতু তিনি সৃস্টিকর্তা তাই মানুষের বিপরীত লিঙ্গের সাথে যৌন সম্পর্ক স্থাপনের কার্যকরী, আধিক ফলপ্রসূ ও ভারসাম্য পুর্ন ব্যবস্থা তিনিই ভালো বলতে পারেন।
= তাই মূল্যবোধ টা এমন হওয়া উচিৎ যেহেতু তিনি সৃস্টিকর্তা তাই মানুষের বিপরীত লিঙ্গের সাথে যৌন সম্পর্ক স্থাপনের কার্যকরী, আধিক ফলপ্রসূ ও ভারসাম্য পুর্ন ব্যবস্থা তিনিই তার সৃস্টিকে জানাইসেন। যেমন: আমরা সবচাইতে আদর্শ ধর্মগ্রন্থতে দেখতে পাই "বিয়ে" হলো সৃস্টিকর্তার অনুমোদিত একমাত্র মানুষের বিপরীত লিঙ্গের সাথে যৌন সম্পর্ক স্থাপনের কার্যকরী, আধিক ফলপ্রসূ ও ভারসাম্য পুর্ন ব্যবস্থা। তাই সুশৃখল ও স্বাভাবিক উপায়ে বিপরীত লিঙ্গের সাথে যৌন সম্পর্ক স্থাপনের কার্যকরী, আধিক ফলপ্রসূ ও ভারসাম্য পুর্ন ব্যবস্থার জন্য সৃস্টিকর্তার আদেষ
= যেহেতু বিপরীত লিঙ্গের সাথে যৌন সম্পর্ক, মানুষের খুদা নিবারনের জন্য খাদ্য গ্রহনের মতো স্বাভাবিক বৈশিস্ট তাই বিয়ে করে যৌন তৃপ্তি মেটানো উচিৎ। বিয়েকে একটা সর্বাধিক প্রচলিত সামাজিক কার্যক্রমে পরিনত করা উচিৎ। যেহেতু যৌন সম্পর্ক একটা শাররিক যোগ্যতার বিষয় তাই বাবা মায়ের সন্তানকে বিয়ে দেওয়া উচিৎ তখনই যখন ঐ সন্তান বিয়ে করার মতো শাররিক যোগ্যতা অর্জন করে।
শিক্ষা গ্রহনের জন্য বিয়ে করাতে দেরী করা বাবা মায়ের চিন্তা করা উচিৎ শিক্ষিত কিন্তু যৌন অপরাধের কূ-সন্তানের চাইতে যৌন অপরাধ মুক্ত সুসন্তান অনেক উত্তম কারন বিয়ের পর শিক্ষা গ্রহনের পথ তো বন্ধ হয়ে যায় না।
সন্তানের প্রতিস্ঠিত হবার জন্য বিয়ে করাতে দেরী করা বাবা মায়ের চিন্তা করা উচিৎ বিয়ে করে যৌন অপরাধ মুক্ত সুসন্তান, যৌন অপরাধের কূ-সন্তানের চাইতে অনেক বেশী প্রতিস্ঠিত হবার যোগ্য।
বাবা মা যদি সন্তান এর মতো সন্তানের জীবন সংঙ্গীকেও প্রতিস্ঠিত হওয়া প্রযন্ত লালন পালন করেন তবে যৌন অপরাধ মুক্ত সুসন্তান তাদের বাবা মা কে বৃদ্ধ বয়সে আরো অধিক শ্রদ্ধার সাথে লালন পালন করবে।
----------------------------------------------------------------------------
(*** শর্ত : যৌন সম্পর্কিত বর্তমানে যত মতামত প্রচলিত তা বলবত থাকলে "100% গ্যারান্টি ধর্ষন আর ইভ টিজিং বন্ধ হবে না"। আমাদের সঠিক নির্ভুল ও কার্যকরী বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতি এর সমন্বয় তৈরি করা আমার পোস্টটি যদি আপনাদের চিন্তার পরিবর্তন করতে পারে তবে "100% গ্যারান্টি কেউ আর ধর্ষন আর ইভ টিজিং করতে চাইবে না" তাই ধর্ষন আর ইভ টিজিং বন্ধ হয়ে যাবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।