আমাদের কথা খুঁজে নিন

   

ফান পোষ্ট: মমিনুলের ১৮১ করা উপলক্ষে কোন ফেসবুকার কেমন স্টাটাস দিবে!

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !!

বাঙালী অল্পতেই খুশি হয় । আমিও অল্পেই খুশি হয় । আজকে ফেসবুক তথা পুরা বাংলাদেশের খুশীর কারনটা হচ্ছে মমিনুল । ২০০ না করতে পারার দুঃখ থেকে ১৮১ করতে পারার আনন্দ অনেক বড় । আসলেই অনেক বড় ।

মমিনুল তুমি সামনে আরও অনেক কিছু করবে এই দোয়াটা আমরা সবাই করি । মন থেকেই করি । আমার মনে হয় এই চাওয়াটাতে আমরা পুরো দেশের মানুষের ভিতর কোন ভেদাভেদ নাই । যাই হোক এই পোষ্টটা হচ্ছে একটু মজা করার জন্য । মন ভাল থাকলেই মানুষ মজা করে ।

আজকে মন ভাল সবার । কদিন আগে একটা ফান পোষ্ট দিয়েছিলাম বাসর রাতে ঢুকার আগে কে কি পোষ্ট দিবে এই শিরোনামে । আজকে মমিনের ১৮১ করাতে অনেকে অনেক রকম স্টাটাস দিয়েছে । তার কিছু আপনাদের নজরে এসেছে আবার কিছু আসে নি । তবে কয়েকটি স্টাটাস আসলেই কারো নজরে আসে নি ।

আসুন দেখে নেই কি ছিল সেই স্টাটাস গুলো । মমিনুলের ১৮১ করাতে কোন ফেসবুকার কি স্টাটাস দিয়েছে । আর একটা কথা আগেই বলে নেই । এটা একটা ফান পোষ্ট । সিরিয়াস কিছু না ।

সিরিয়াসলী না নিলে বাধিত থাকবো । কাসাফাদ্দৌজা নোমানঃ প্রিয় ২০০রান, দেখা হবে পরের ম্যাচেই । ইতি বাংলাদেশী নোমান । আরিফ আদনান: এন্ডারসন আর আম্পায়ার ! অজামিন যোগ্য ৫৭ ধারার আইসিটির মামলায় ফাইসা গেলা । আর বাঁচাইতে পারলাম না তোমাগো ! কাল্পনিক ভালবাসাঃ অত্যন্ত চমত্‍কার খেলেছ মমিনুল ।

তোমার খেলা প্রতিটি শট ছিল মনোমুগ্ধকর এবং প্রাণচঞ্চল । হৃদয়ে গভীর থেকে তোমার জন্য শুভ কামনা রইলো । মন খারাপ করার কোন দরকার নেই বলে মনে করি । সামনের বার বাকি আশা টুকু পুরন হয়ে যাবে আশা করি । মাজহার মিথুনঃ আজহার উদ্দিন সাহেবের মেজাজ অত্যন্ত খারাপ ।

তার মেজাজ খারাপ দুইটা কারনে । প্রথমটা হালকা আর পরের কারনটা ভারি । মেজাজ খারাপ হালকা কারন টা হচ্ছে তার সামনে রাখা চায়ের কাপ খানা । তাতে খয়েরী রংয়ের একপ্রকার তরল পদার্থ দেখা যাচ্ছে যাকে আর যাই হোক চা বলা চলে না । শায়লা ইদানিং চা বানানো ভুলে যাচ্ছে মনেহয় ।

শায়লাকে ডেকে একটা ধমক দিতে পারলে ভাল লাগতো । কিন্তু সেইটা করা যাচ্ছে না । আর মেজাজ খারাপের দ্বিতীয় এবং ভারী কারনটা হচ্ছে একটু আগে মনিনুল আউট হয়ে গেছে । বেটা ফাজিল আম্পায়ার মমিনকে এলবিডাব্লিউ দিয়ে দিছে । আজহার সাহেবের এখন আম্পায়ার কে থাপড়াতে মন চাচ্ছে ।

তিনি বিড়বিড় আমপেয়ার কে বললেন বেটা ফাজিল । একবার তোকে সামনে পাই । তোকে সকাল বিকাল নিয়ম করে থাপড়াবো । শায়লার হাতেই এই অখাদ্য চা খাইয়ে তারপর থাপড়াবো । ফাজিলের ফাজিল ।

বদের বদ । জিকসেসঃ শ্লার আম্পায়ার খায় কি ! আঙ্গুল দিয়ে কান চুলকাতে গিয়ে ভুল করে আউট দিয়ে দিল নাকি ? নাজিম উদ দৌলাঃ চৌদ্দ মাত্রার প্রোসেসর আর ছয়শ গিগার ram ওয়ালা কম্পিউটার দিয়ে পরীক্ষা করে দেখলাম পায়ে না লাগলে বলটা ঠিকই লেগ স্টাম্পের উপর দিয়ে চলে যেত । আম্পায়ারের কপোট্রনে নিশ্চই কোন সমস্যা দেখা দিয়েছে । নয়তো কোন ভাবেই আউট হয় না । দেখি ব্যাপারটা যতদ্রুত সম্ভব বিজ্ঞান একাদেমীর প্রধান কে জানাতে হবে ।

শান্তির দেবদূতঃ খস্তগীর আর আমি একসাথে বসেই খেলা দেখছিলাম । টি টেবিলের সামনেই রাখাছিল খস্তগীরের নতুন আবিস্কার ইমোশন মেকিং ডিভাইস । মমিন প্রতিটা শট খেলছিল আর আর খস্তগীর ডিভাইসটা একবার করে চাপ দিচ্ছে । ডিভাইসটার কাজ হচ্ছে যে কোন প্রকার ইমশোনকে বহুগুনে বাড়িয়ে দেয় । প্রতি শটে তাই খস্তগীগের আনন্দ বাড়তে থাকে বহু গুনে ।

লাফাতে থাকে বানারের মত । প্রতিবারেই ইমোশনের লেভেলটা বাড়াচ্ছে । আমার তো ভয় হতে লাগলো আবার লাফাতে গিয়ে মাঝাটা না ভেঙ্গে ফেলে । আমি বসের ফোন পেয়ে ঘরে ভিতরে চলে গেলাম । ফিরে এসে দেখি খস্তগীর হাউমাউ করে কাঁদছে ।

বুঝতে কষ্ট হল না মমিনুল আউট হয়ে গেছে । একশ একাশিতে আউট ! যাক ব্যাপার না । সামনেবার হবে । আমি খস্তগীরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম । আহমেদ লিওঃ দুর ! শালাআআআআআআআ নিজের গালে চড় মাড়তে ইচ্ছা করছে ।

খেলা দেখতে দেখতে উঠেছি, ফিরে এসে দেখি সাকিব আউট । ভাবলাম আর উঠবো না । কিন্তু না উঠে আর পারলাম না । এবারও ফিরে এসে দেখি মমিনুল আউট । এখন কি হবে ।

অপু ভাই বলছিল মমিনুল ২০০ করলে আমারে একটা গার্লফ্রেন্ড খুজে দিবে । এখন আমার কি হবে গো ! শায়মাঃ মমিনুল ভাইয়া এতো গুলো রান করতে তোমার নিশ্চই অনেক কষ্ট হয়েছে । তুমি এবার বাসায় আসো তোমাকে আঙুরের রস দিয়ে লাচ্ছি বানিয়ে খাওয়াবো । আসবা কিন্তু । বেঈমান আমিঃ শালার আম্পায়ার ! আম্পায়ী শিখসোস কয় দিন ? আউট দিলি ক্যান ! দেশে আইসা নেই তোর খবর আছে ! &€¥%#§।

মমিনুল ব্যাপার না । পরের বার হবে । প্রিন্স হেক্টরঃ আমার পাখিটা কি আমার উপর রাগ করেছে ? আমার কি দুষ বল পাখি ? তুমি ঠিক দেখো পরের বার মমিনুল ঠিক পারবে ! এবার ১৮১ হয়েছে । পরের বার ঠিক ২০০ হবে । তুমি রাগ করে থেকো না পাখি একজন আরমানঃ মমিনুলের দুঃখ আমি বুঝি ।

দুই শতকের মাইল ফকল মমিনুলের কাছে ধরা দিতে গিয়ে দেয় নি আর ফেসবুকের সেই সুন্দরী ললনা তার মোবাইল নম্বরটি আমাকে দিতে গিয়ে দেই নি । শেষে ব্লকই করে দিল । এই কর্পোরেট জগতে কেউ কারো নয় । ইর্ফান বর্ষনঃ মমিনুল ভাই, পরের বার দুইশ হইলে আমার একটা গার্লফ্রেন্ডের মুবাইল নাম্বার আপনেরে মেসেজ কইরা পাঠাইয়া দিমু । কথা দিলাম ।

বটবৃক্ষঃ আমার আর টিংকুর মন খারাপ । মমিনুল আউট হয়ে গেছে । টিংকুঃ মিয়াও মিয়াও !! এতো গেল পরিচিত কিছু ফেসবুকারের স্টাটাস । এবার আসুন কিছু দলীয় স্টাটাস দেখি । লীগপন্থী স্টাটাস 0১ আমিনুল ১৮১ করেছে ! এতো আমাদের দলের সাফল্য ।

একজন কমান্ট করল -বস আমিনুল না মমিনুল । -ঐ হল । নামে কি যায় আসে । ১৮১ করেছে এটাই বড় কথা । স্টাটাস ০২ মমিনুল ১৮১ করেছে এটা কেবল আমাদের আমলেই সম্ভব ।

বিরোধী দল যখন ক্ষমতায় ছিল তখন কি মমিনুল পেরেছিল ? পারে নি । সুতরাং আগামী বার ভোট দিয়ে আমাদের জয় যুক্ত করুন তাহলে মমিন আবারও ১৮১ করবে । স্টাটাস ০৩ মমিন ২০০ করতে পারে নি এ দায় মমিনের না । এই দায় বিরোধী দলে । বিরোধীদলীয় স্টাটাস ০১ মমিনুলের ২০০ করার কথা ছিল ।

কিন্তু এই বাকশালী সরকার তাকে করতে দেয় নি । এই সরকার দেশের সুনাম সহ্য করতে পারে না । আর একটা দিনও এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নাই । একজন কমান্ট করেছে এড মি এড মি । আইম ব্লক ।

স্টাটাস ০২ মমিলুন কেন ২০০ করার আগেই আউট হল ? এই ব্যর্থতা সরকারের । ঈদের পর সরকার পতনের জন্য কঠোর আন্দোলন । সবাই প্রস্তুত হন । স্টাটাস ০৩ কেন ২০০ হল না এর প্রতিবাদে আগামীকাল সকাল সন্ধ্যা হলতাল । আজ আপাতত এখানেই ।

আগেই বলেছি এটি একটি ফান পোষ্টা তাই ফান হিসাবে নিলেই খুশি হব । বাস্তবের সাথে এই পোষ্টের কোন মিল নাই । সম্পর্নই কাল্পনিক পোষ্ট । কেউ দয়া করে বাস্তবের সাথের কোন মিল খুজতে যাবেন না । আগের ফান পোষ্ট অর্থাত্‍ বাসর রাতে ঢুকার আগে কে কি পোষ্ট দিবে সেটা দেখতে চাইলে নিচের লিংকটি গুতা মারেন ।

Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।