আমাদের কথা খুঁজে নিন

   

|| সাম্য...বাদ ||

আমি সেই বদলি খেলোয়ার, যে একজন star player'এর injury'র সুবাদে খেলা শেষ হবার ৫ মিনিট আগে মাঠে নেমে ২টি গোল করে খেলার ফলাফল ঘুরিয়ে দেয়।
এক জরীপ মতে ২০১১ সালে বিশ্বে মোট ১ কোটি ৯ লক্ষ মিলিওনিয়ার ছিল যাদের মোট জমা কৃত সম্পদের পরিমাণ ৪২,৭০,০০০ কোটি ইউএস ডলার। যদি তারা সকলেই তাদের সম্পদের ৪০ ভাগের ১ ভাগ (জাকাত) দান করত তাহলে তা ১,০৬,৭০০ কোটি ইউএস ডলার হত। [Source: (PDF) 2011 World Wealth Report (Report). Capgemini. 2011. Retrieved 11 September 2013. Link – http://www.ml.com/media/114235.pdf] অপর এক জরীপে বলা হয়েছে যে বিশ্বে ১৪০ কোটি মানুষ দারিদ্রসীমার নিচে (দৈনিক আয় ১.২৫ ডলারের কম) বসবাস করছে। [Source: Global Issues, 2011. Poverty Around The World by Anup Shah, (Online) Available at Click This Link আমরা যদি ৯৮,০০০ কোটি ডলার (বাকি ৮,৭০০ কোটি অন্যান্য খাতের জন্যে) এই ১৪০ কোটি দরিদ্র জনগোষ্ঠীর নিকট সমান ভাবে প্রতি বছর বণ্টনের ব্যবস্থা করতে পারতাম তাহলে প্রত্যেকে প্রতি বছর প্রায় ৭০০ ডলার (৫৪,৬০০ টাকা) বা প্রতি মাসে ৫৮ ডলার (৪,৫৫০ টাকা) সহায়তা পেত যা ন্যূনতম চাহিদা মেটানোর জন্যে যথেষ্ট। একটি দরিদ্র পরিবারে ৫ জন সদস্য থাকলে তারা প্রতি মাসে পাবে ৪,৫৫০ X ৫ = ২২,৭৫০ টাকা। যদি শুধু মিলিওনিয়াররা জাকাত দিত তাহলেই এই অবস্থা, বাকি ছোট-খাট ধনীরাও দিলে কি হত ভেবে দেখার বিষয়। [বি.দ্র.:In the United Kingdom, Muslims today give more to charity than people of other religions, according to a British poll. There, Muslims, on average, gave $567, compared to $412 for Jews, $308 for Protestants, $272 for Catholics and $177 for atheists. Today, conservative estimates of annual zakat is estimated to be 15 times global humanitarian aid contributions. See – 1. NBC News – Click This Link 2. IRIN Humanitarian News - Click This Link 3. Zakat – Wikipedia - http://en.wikipedia.org/wiki/Zakat]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।