আমাদের কথা খুঁজে নিন

   

৭১-এ 'বিগ বি' অমিতাভ

৭১-এও ১৭ বছরের ছেলের মতোই তরতাজা বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন।

বলিউডে বিগ বি নামেই জনপ্রিয়। শুক্রবার ৭১তম জন্মদিন ছিল তার। দেশ-বিদেশ থেকে বিগ বিকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তার অসংখ্য অনুরাগী। তার কথা বলার ভঙ্গিমা, নাচের স্টাইল, পোশাক পরিচ্ছদ এমনকি চুলের ছাঁটও সত্তর দশকের যুবকের কাছে 'স্টাইল আইকন' হয়ে দাঁড়িয়েছে।

এখনো অমিতাভ জাদু একটু ম্লান হয়নি। একবিংশ শতাব্দীর নবপ্রজন্মও অমিতাভের 'দিওয়ানা'। বয়স তার কাজের ইচ্ছাশক্তিতে থাবা বসাতে পারেনি এতটুকু। জন্মদিন উপলক্ষে নিজের অফিসিয়াল সোশ্যাল সাইটে জানান, এখন আমার ৭১, কিন্তু গত বছরেও আমার ৭০ বছর বয়স ছিল। আগের চেয়ে এখন বছরগুলো খুব তাড়াতাড়ি অতিবাহিত হচ্ছে।

' অমিতাভ জানান, 'আমি চাই, প্রতিদিনই চ্যালেঞ্জ হিসেবে নতুন কিছু আমার কাছে আসুক, শরীরে যতদিন জোর থাকবে আমি আমার কাজ চালিয়ে যাব। ' ক্রিকেটার শচীন টেন্ডুলকারের উচ্ছ্বসিত প্রশংসা করেন অমিতাভ। তিনি বলেন, শচীনের অবসর ঘোষণার মুহূর্তে আমার হৃদয় থেমে গিয়েছিল, শচীনকে ছাড়া ক্রিকেট ভাবতেই পারি না'। শচীনকে আগামী দিনের শুভেচ্ছাও জানান বিগ বি। ১৯৪২ সালের এই দিনেই উত্তর প্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে জন্মগ্রহণ করেন অমিতাভ।

তার পিতা হরিবংশ রাই বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন। তার মা তেজি বচ্চন ফয়সলাবাদের (বর্তমান পাকিস্তান) এক শিখ পাঞ্জাবি। ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় শব্দযুথ ইনকিলাব জিন্দাবাদের অনুপ্রেরণায় বচ্চনের প্রথম নামকরণ হয়েছিল ইনকিলাব। পরে তার নাম বদলে রাখা হয় অমিতাভ। ১৯৬৯ সালে 'সাত হিন্দুস্তানি' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে আত্দপ্রকাশ।

এই ছবিতে অভিনয়ের সুবাদে শ্রেষ্ঠ নতুন অভিনেতা হিসেবে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর ১৯৭১ সালে রাজেশ খান্নার সঙ্গে 'আনন্দ' ছবিতে অভিনয়ের মাধ্যমে বাণিজ্যিক সাফল্যের সঙ্গে সঙ্গে চলচ্চিত্র সমালোচকদের প্রশংসাও আদায় করেছিলেন। চার দশকেরও বেশি সময় ধরে ১৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভারত সরকারের দেওয়া পদ্মশ্রী, পদ্মভূষণসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বারোটি ফিল্ম, ফেয়ার পুরস্কারসহ অজস্র গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। অভিনয় ছাড়াও তাকে নেপথ্য গায়ক, চলচ্চিত্র প্রযোজক, টেলিভিশন সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে।

সিনেমা জগতের পাশাপাশি রাজনীতিতেও দেখা যায় 'বিগ বি'কে। ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত লোকসভার সাংসদ ছিলেন তিনি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।