আমাদের কথা খুঁজে নিন

   

এক ফালি চাঁদ আর এক টুকরো বিড়ি…!

বিস্তৃত জল রাশিতে মুক্তা ফোটানো চাঁদ এর আলো খেলা করার দৃশ্য আর আগের মত উপভোগ করা হয় না। এখন আবেগের রেল গাড়ী তে চড়ে ঝিমিয়ে ঝিমিয়ে সামনে এগোনো । প্রেম হীন ভালোবাসাময় এই পথ চলা দুই লাইন কবিতা ছাড়া আর কিছুই নয়। অস্তমিত সূর্যের দিকে তকিয়ে আমরা যখন শিক্ষা নিতে পারি না তখন পরকালের ভয় দেখানো যেমন মরীচিকা তেমনি নিজের একাকিত্তের উপর ভর করে জীবন পার করে দেওয়ার স্বপ্নও। যখন চার পাশের সব কিছু অর্থ হীন সংজ্ঞায় পরিপূর্ণ তখন বিজ্ঞানের জ্ঞান কপচানোই সারা। মোহ যেখানে চিন্তা শক্তি লোপ করে দেয় সেখানে আবেগ,এক ঘেয়েমি,একাকিত্ত আর নীরবতার বসবাস। এরই মাঝে বেঁচে থাকা… এক ফালি চাদের মত…মেঘ যাকে ঢেকে দিয়ে যায় বার বার…। আর এক টুকরো বিড়ি … সে তো জ্বালানো হয়েই গেছে… এখন শুধু শেষ হবার অপেক্ষায়…!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।