আমাদের কথা খুঁজে নিন

   

" আবোলতাবোল"

আমার নিজের সম্পর্কে আমার ধারণা নেই :)

ভালো থাকতে চাইলেও কেনো জানি ভালো থকতে পারি না। আসলে ভালো থাকাটা যে কত কঠিন তা শুধু যে ভালো থাকতে চায় সেই জানে। সারাটাদিন কিভাবে কিভাবে যেন কাটিয়ে দেই। সন্ধ্যা নামলেই একটা হতাশা নেমে আসে মনটা জুড়ে। নাহ, আজও ভালো থাকতে পারলাম না, সুখের টিকিটাও নাগালে পেলাম না।

সুখপাখি যে কোথায় আছে কে জানে? সুখ কি সকালের সুন্দর ঘুমটা বিসর্জনদিয়ে আট টার ক্লাস ধরার জন্য বাসের পিছনে ছুটে চলা? নাকি ঘুম ঘুম চোখে স্যারের মাথার উপর দিয়ে যাওয়া লেকচার শুনা?? নাকি সুখ হলো ক্লাসমেটদের খোঁচা মাখানো কথা শুনে চুপচাপ নিজের কাজে মন দেওয়া? দুপুরে হলে ফিরে বিস্বাদ তরকারি খেয়ে ঘুমানোর চেষ্টার মাঝে কি সুখ আছে? নাকি বিকালে ঘুম ভেংগে তেতো চা খেয়ে ফেসবুকে নিজেকে খুঁজে বেড়ানো সুখ? সুখের পিছনে দৌঁড়ে ক্লান্ত আমি। মাঝে মাঝে দুই একটা বন্ধুর সাথে কথা বলে মনে হয় হয়তো এখন আমি সুখি। কেউ একজন তো আছে যার কাছে আমি প্রাণখুলে বলতে পারব মনের কথা। কিন্তু কিছুদিন পর তাও যেন আমার কাছে বোঝা লাগে। মনে হয়, কাউকে বলব না, কেউ বুঝে না আমাকে।

মার কাছে ফোন দেই , এই একটা মানুষই তো যার কাছএ সব বলে শান্তি আসে। কিন্তু তাও কি সুখী হতে পারি? এই মানুষটার আশ্রয়টুকুও কেড়ে নিতে যাবার প্রবল চেষ্টায় যে থাকে কেউ একজন। মাথা ধরে আমার। ভালো লাগে না কিছুই। ভুলে যাবার চেষ্টা করি।

সুখের আশায় মুভি দেখি। কোনো কোনো মুভি দেখে মনে হয় আহা এমন ও যদি জীবন হত। কি ভালোই না হত। আশা বাড়ে। হয়তো মুভির মতই পাল্টে যাবে জীবন , টুইস্ট আসবে জীবনে।

সেই টুই্স্টও আসে না, জীবন সেই একই থাকে, যাও টুইস্ট আসে তাও নেগেটিভ । হুহ, মুভি আর জীবন কি এক নাকি!! জীবন হলো জটিল, গোলকধাঁধাঁর মত। তাও একটু শান্তি পাই যখন নিজের কোনো দোষের ফলে পাওয়া শাস্তির দায়ভার অন্যের উপর চাপিয়ে তাকে মনে মনে হাজারো গালি মারতে পারি। ঐটুকুই হয়তো শান্তি। ভালোবাসা আসলে নাকি জীবন রঙ্গিন হয়ে যায়? বইয়ে মুভিতে তো তাই দেখি।

ভালোবাসার খোঁজে এপথ ওপথ খুঁজি। নাহ, বইয়ের পাতায় লেখা ভালোবাসা আর জীবনের মাঝে তফাৎ আকাশ পাতাল। তামিল মুভির মত নায়ক এসে নায়িকার সব ঝামেলার সমাধান ও করে দেয় না, আর হুট হাট আকাশ থেকে নেমে শয়তানদের হাত থেকে নায়িকাকে বাঁচানোরও চেষ্টা করে না। নায়িকার জন্যে নিজের হাজারো সুখ বিসর্জন দেয় না। উল্টা নিজের জন্য মেয়েটার হাজারো সুখ, ইচ্ছাকে গলাটিপে মারতে দ্বিধা করে।

মানুষকে বিশ্বাস করাটাও যেন ভুল। এইতো একইসাথে বড় হওয়া বন্ধুটিকেই যখন আপন মনে করে পেতে চাইব, দেখবো তার কোনো চেহারাই যেন আমার চেনা নয়। অথচ আমিতো ভাবতাম তাকে খুব চিনি। নাহ, সুখ আর নাই কপালে, এই ঢাকার রাস্তার ভিড়ে, ঐ অচিন শহরটার নীরবতায় কোথাও যেন আমার সুখকে পাওয়া হয়না। হাজারো ইচ্ছার মৃত্যুর সাথে, হাজারো সংকোচে, স্বপ্নের ভাঙ্গনে সুখ পলাতক এখন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।