আমাদের কথা খুঁজে নিন

   

এত কিছু হলো বুঝি … তোর প্রেমে পড়ে গিয়ে …



সবাই ভাল আছেনতো ? আমি ভাল নেই , শারিরীক ভাবে না মানসিক ভাবে । দিনখন ঠিকমত যাচ্ছেনা , কোন রকমে এপাশ ওপাশ করে পার করে দিচ্ছি দিনগুলো । প্রায় অনেক দিন ধরে কি কারণে শৈশবের কথা বেশি করে মনে পড়ছে । মনে পড়ছে আমার সেই ছোট বেলার প্রিয় গ্রাম , এখনও এখানেই আছি কিন্ত গ্রাম নয় শহর । আগের সেই মানুষ , আগের সেই মন আর নেই এ গ্রামে ।

গ্রাম থেকে শহরে যেরকম পরিবতর্ন হচ্ছে , এর চেয়ে অনেক গতিতে পরিবতর্ন হচ্ছে আমাদের গ্রামের মানুষের মন , ভালোর দিকে নয় , খারাপের দিকে । এখন ঝগরা ঝাটি হানাহানি লেগেই আছে , আর আপনারা একটু ভাবেনতো আগের গ্রামের কথা । ইস কতইনা আনন্দ ছিল তখন , সবাই সবার সাথে কি মিল ছিল , দল মত ছিল না । কে নেতা হবে , কে খেতা হবে , কে হবে মুছি , কুলি , নাপিত এগুলো নিয়ে ভাবতোই না কেউ । গরু নিয়ে মাঠে যাওয়া , ধান কাটা , মাছ ধরা …… আরো কত কি ।

জন্ম থেকে আজ অবধী এখানেই বসবাস । ছেড়ে যেতে ইচ্ছে হয়না এই মাটিকে , অনেকে বলে এই করিস সেই করিস ইনকামতো খারাপ না , চলে যা ধানমনডি, শান্তিনগর । কত ঝগড়া হয় এই নিয়ে …… কিন্ত আমার ইচ্ছে জন্ম এখানে , মরনও যেন এখানেই হয় । তাইতো বলি এত কিছু হলো বুঝি … তোর প্রেমে পড়ে গিয়ে … আরিফুল ইসলাম টিটু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।