অনেকদিন থেকেই ভাবচি লিখব কিন্তু সময় এর কারনে লেখা আর হয়ে উঠেনা। কয়েকদিন আগে গিয়েছিলাম মাদকের স্বর্গরাজ্য রাজ্য হিসাবে পরিচিত কলম্বিয়া তে। আমরা কলম্বিয়া গিয়েচিলাম নেদারল্যান্ডস এর রটারডাম থেকে ১ লক্ষ ৮০ হাজার টন কয়লা লোড করার উদ্দেশে। আমাদের কে আবার কয়লা লোড করে ফিরে আসতে হবে নেদারল্যান্ডস এর আমস্টারডাম। কলম্বিয়া সাউথ আমেরিকার একটা দেশ ক্যারিবিয়ান সাগরের উপকূলে অবস্থিত।
এদের প্রধান ভাষা হচ্চে স্প্যানিশ। স্প্যানিশ রা এইখানে এসেচিল ১৪৯৯ সালে এবং স্প্যানিশ দের কাচ থেকে স্বাধীনতা লাভ করে ১৮১৯ সালে।
যাই হোক আসল কথায় আসা যাক। ভুমিকা টুকু প্রয়জন ছিল বাকি গল্পের জন্যই। আমি আগেই বলেছি যে কলম্বিয়া মাদকের স্বর্গরাজ্য হিসাবে পরিচিত তাই আমাদের কে এইসব দেশে অনেক সিকিউরিটি বজায় রাখতে হয়।
জাহাজের সবাই কে আগেই সাবধান করে দেয়া ছিল এইসব ব্যাপারে। যাই হোক ভালই চলে যাচ্ছিল। জাহাজ ছাডতে আর মাত্র কয়েকঘণ্টা বাকি। কলম্বিয়া সরকার এর একটা রুল হচ্চে জাহাজ ছাডার ঠিক আগ মুহূর্তে কলম্বিয়ান নেভি এসে পুরা জাহাজ সার্চ করবে। এর মদ্য ছিল আন্ডার ওয়াটার অপারেশন, ডগ সার্চ ইত্যাদি।
ওরা ওদের মতই সার্চ করে চলে যায়। কিন্তু হঠাৎ করে ছুটা চুটি বেডে গেল ওদের। একটু পরে জানতে পারলাম আমাদের জাহাজ এর নিচে নাকি ৭৫ কেজি হিরোইন পাওয়া গেচে।
এরপর ২ দিন আমাদের জাহাজ আটকে রাখা হল। ক্যাপ্টেন কে জেলে নিয়ে গেল।
তার জবান বন্দি নিল। তারপর আমাদের জাহাজ চেডে দিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।