আমাদের কথা খুঁজে নিন

   

কবি দিলওয়ার



কবি দিলওয়ার (উৎসর্গ : কবি গোলাম কিবরিয়া পিনু) ছিলেন সুরমার তীরে__শুনেছেন কলকল ধ্বনি তার__অথচ বোধে ধারন করেছেন তাবৎ নদীর কলতান, গণমানুষের চেতনা দুঃখবেদনা, প্রেম আর প্রতিবাদের ভাষা দিয়ে এঁকেছেন চিত্রপট, বাংলার প্রান্তে থেকে দেখেন গগন বাংলার। মানুষ বাঁচে, কীভাবে বাচেঁ, মানুষের কী আছে করার ? আমাদের অতীত,ঐতিহ্য আর প্রাকৃতজনের জীবন আর প্রেম আর বর্তমান সময়ের যাপিত জীবন, প্রেম সংগ্রাম আর দ্রোহের বিস্ফোরণ__ শিল্পের আঁখরে দিয়ে গেলেন আপনার সঞ্চয়, চেতনা আর প্রতিবাদের ভাষা ; আমাদের শিখিয়ে গেলেন কী করে ভালোবাসতে হয় ভালোবাসা। গ্রাম-শহর, নিম্ন আর মধ্যবিত্তের ক্যানভাসে এঁকেছেন বাংলার মটিমানুষ সবা্ই যখন বাবু সেজে, বড় শহরের রাজপথে করে চলেছেন সাহিত্যসভা গ্রাম, গ্রামের মানুষ, প্রকৃতি, প্রেম-দ্রোহ আর পাট, গম খুঁদ আর ধানের তুষ __এই সব শিল্পের ক্যানভাসে অঙ্গীভূত হলো__সাহিত্যে ছড়ালো প্রভা। দেহ থেকে বার হয়ে চলে গেলেন, অজানা অসীম এক রুপকথা রাজ্যে কালে কালে পঠিত কবি দিলওয়ার__বাংলা ভাষা ও সাহিত্য-সাম্রাজ্যে। ১২.১০.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।