আমাদের কথা খুঁজে নিন

   

সচল হল জারদারির দুর্নীতি মামলা

দুই সপ্তাহের মধ্যে জারদারির বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছে বলে এনডিটিভি জানিয়েছে। দ্য ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) জারদারির বিরুদ্ধে এই মামলাগুলো করেছিল। কিন্তু জারদারি দেশের প্রেসিডেন্ট হওয়ার পর সাংবিধানিক বিধিনিষেধের কারণে মামলাগুলো সচল করা যায়নি। দ্য ডন পত্রিকা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অভিযোগগুলোর ‘সুয়োমুটো নোটিস’ পাওয়ার পর একাউন্টিবিলিটি এবং দুর্নীতিবিরোধী আদালতের বিচারক বশির আহমেদ জারদারির বিরুদ্ধে ওই পাঁচটি মামলা পুনরায় সচল করেন। পাকিস্তানের কোন প্রেসিডেন্ট হিসেবে প্রথম পাঁচ বছরের পূর্ণ মেয়াদকাল ক্ষমতায় ছিলেন ৫৮ বছর বয়সী জারদারি। সেপ্টেম্বরে তার মেয়াদ শেষ হয়। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকার সম্প্রতি সুইজারল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জারদারির বিরুদ্ধে সেখানে করা দুর্নীতির মামলাগুলো পুনরায় সচল করার আহ্বান জানায়। কিন্তু ৮ অক্টোবর সুইজারল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, মামলা পুনরায় সচল করার নির্দিষ্ট সময় পার হয়ে গেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।