তবে লুক্সেমবার্গের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফেরায় গ্রুপ সেরা হিসেবে ব্রাজিল যাওয়ার পথ অনেকটাই সুগম হয়েছে রাশিয়ার।
শুক্রবার ‘এফ’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে ডিফেন্ডার রিকার্ডো কস্তার গোলে ২৮ মিনিটেই এগিয়ে যায় পর্তুগিজরা। কিন্তু ৮৫ মিনিটে এডেন বেন বাসাতের গোলে সমতায় ফেরে অতিথিরা।
আর লুক্সেমবার্গের মাঠে রাশিয়ার পক্ষে গোল করেছেন তিন মিডফিল্ডার আলেকজান্দার সামদোভ, ভিক্তর ফাইজুলিন ও ডেনিস গ্লুশাকোভ এবং স্ট্রাইকার আলেকসান্দ্র কারজাকোভ।
এক রাউন্ড বাকি থাকতে রুশদের পয়েন্ট ২১।
পর্তুগিজরা তাদের চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে। প্লেঅফের ঝুঁকিতে না গিয়ে বিশ্বকাপে খেলতে শেষ ম্যাচে তাই শুধু জিতলেই হবে না পর্তুগালের, জিততে হবে বিশাল ব্যবধানে আর প্রার্থনা করতে হবে রুশরাও যেন বিশাল ব্যবধানে হারে।
আগামী মঙ্গলবার অসাধ্য সাধনের লক্ষ্যে পর্তুগাল ঘরের মাঠে খেলবে লুক্সেমবার্গের বিপক্ষে আর রাশিয়া খেলবে আজারবাইজানের মাঠে।
১৩ পয়েন্ট নিয়ে ছিটকে পড়েছে ইসরাইল। অপর ম্যাচে আজারবাইজান ২-০ গোলে হারিয়েছে উত্তর আয়ারল্যান্ডকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।