আমাদের কথা খুঁজে নিন

   

বান্দর-মানুষ



বান্দর-মানুষ শাফিক আফতাব............. শুনেছি, মানুষ গোলচাদেঁর রাতে সাতঘড়া ধন পায়__কষ্টিপাথর পায় আবার বাংলা ছবিতে দেখি__লটারীতে পায় লক্ষ লক্ষ টাকা কিংবা কোনো এক বিখ্যাত লোকের সঙ্গে হঠাৎ হয়ে গেলো পরিচয় বাড়ি গাড়ি হয়ে গেলো, সুখস্বাচ্ছন্দ হলো রাজার দুহিতা হলো নায়িকা। আমার শুধু বান্দর মানুষের সাথে পরিচয় হয়__প্রতারণা করে আর পাতে বর্জ্য পরিত্যাগ করে ভোরবেলা পালায় আলো ফোটার আগে কিংবা বালিশের তল থেকে চুরি করে টাকা নয়তো, রাগে আটখান হয়, অপমান করে, যাকে আমি আশ্রয় দিয়েছি বাড়ির ভেতরে। শুনেছি জ্বীন আর পরীর সাথে থাকে কারো হৃদ্যতা সাতসমুদ্র আর তেরনদীর ওপার থেকে সে নিয়ে আসে মিষ্টি আর ফল কেউ আবার আঙুল ফুলে কলাগাছ হয়ে, কেউ একটি কবিতা লিখে বিখ্যাত হয়__কেউ রাজার তোষামুদে হয়ে নিত্য খায় রঙিন জল। যাদুর গুঁটি শুধু আমার ভাগ্যটারে নাড়াতে পারলোনা, কিছু দিলোনা__ বান্দর মানুষের সাথে শুধু আমার করে দিলো লেনাদেনা। ১২.১০.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।