আসছে ২৫ সে অক্টোবর। দেখব আমরা কিভাবে অনেকে জীবনের ঝুকি নিয়ে রাস্তায় বের হয়ে উচু মহলের নির্দেশ মান্য করার জন্য গাড়ী পোড়ানো , ভাঙ্গা, আহত করা সবকিছু কি এক স্পিরিট নিয়ে করে যাচ্ছে । কেন , দ্রব্যমূল্যের চড়া দাম, বিদ্যুৎ এর দূরবস্থা , দূরণিতি, ঘুষ ইত্যাদী নিয়ে তো কখনো রাস্তায় নেমে এভাবে সোচ্চার হতে দেখা গেলনা ?
আসলে সব দলই সমান । এই culture চালু হলে তো উভয়েরই বিপদ।খমতার বদল ত হবেই। খামাখা চোখ খুলে দিয়ে উভয়ের বিপদ ডাকার কি দরকার?
আর এই যে লোকজন, বাবা মায়ের কথা মনে হয় তারা এভাবে শোনেনা, যেভাবে উচু মহলের কথা শোনে ।
আসুন , আমরা সবাই লাইনে আসি ও ঠিক কাজটি করার চেষ্টা করি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।