সফল ব্লগার নয়, সত্যবাদী ব্লগার হওয়াই হোক আমাদের লক্ষ্য। দিন শেষে যখন আফিস আফিস খেলে বাসাই যাওয়ার সময় হয় , কপাল ভাল হইলে জানালার পাশে একটা সিট জোটে, সিটের উপর গা এলিয়ে দিয়ে যখন বাইরের দামী গাড়ীতে বসে থাকা ফানুস গুলোকে দেখি, কেমন যেন তারা কটমট করে তাকায় , মনে হয় বলে ---Bloody middle-class নিজেকে তখন সান্তনা দিয়ে বলি , ধুর গাধা তোরে বলে নাই, middle-class রা তো CNG চড়ে আমার বাল্যবন্ধু শিমুলের ফেইসবুক স্ট্যাটাস, সাথে আরো একটি ফেইসবুক কথোপকথন: Rubayet Plus about an hour ago near Dhaka আমি কাজ খুব ভালোবাসি। কাজ আমাকে আকৃষ্ট করে। কাজ ছাড়া আমি থাকতেই পারি না! আর তাইতো আমি ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে কাজের দিকে শুধু তাকিয়েই থাকি..... Shìmùl Hüdå, Abrar Fahad and Azizul Hakim Sagar like this. Azizul Hakim Sagar: আগে ভালভাবে অবজারভ করেন তারপরনা কাজ শুরু করবেন Shìmùl Hüdå: শেষ পর্যন্ত আজ থাক, কালকে করব Rubayet Plus: তা ঠিক, আজ যদি সবই করে ফেলবি তাহলে কাল করবি কি? তাই না? কালকে তো আর করার কিছু থাকবে না। আর কাল কিছু করার কিছু না থাকলে চলবে কি করে? আমরা তো আবার কাজ ছাড়া থাকতেই পারি না, তাই না দোস্ত? Shìmùl Hüdå: হুম, একেবারে কাজপাগল বলতে পারিস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।