আমাদের কথা খুঁজে নিন

   

ঈদে জি সিরিজের তিন অ্যালবাম

রানা শেখের প্রথম অ্যালবাম ‘প্রথমা’। অ্যালবামটি সাজানো হয়েছে দশটি গান দিয়ে। গুঞ্জন রহমান, কামরুল আমিন, রানা শেখের কথায় সংগীতায়োজন করেছেন ইবরার টিপু, হৃদয় খান, রাসেল খান ও রাজিব হোসেন। অ্যালবামে রানার সহশিল্পী ডা. ফাতেমা হাসেম রূপা।
এফ.এ সুমন ফিচারিং ফারুক সুমনের প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসার রঙিন ঘুড়ি’। অ্যালবামটির সাতটি গানের সুর করেছেন এফ.এ সুমন এবং একটি গানের সুর করেছেন পাগল হাসান। গানগুলোর গীতিকার হলেন-এফ.এ সুমন, জুলফিকার আলী জুয়েল, শহীদ খান, পাগল হাসান ও ফেরারি।
সাজুর একক অ্যালবাম ‘অটোগ্রাফ-ফটোগ্রাফ’ সাজানো হয়েছে নয়টি গান দিয়ে। ফোক ধাঁচের গান নিয়ে সাজানো এ অ্যালবামের সংগীতায়োজন করেছেন এফ.এ.সুমন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।