এজিএম এর বিভিন্ন অনিয়ম প্রতিরোধের লক্ষে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীগণের স্বার্থে
এজিএম-এর গিফট প্যাকেট চুরি !
অনেক সময় এজিএম-এ লম্বা লাইনে দাঁড়ানোর পর Attendence Slip জমা দেওয়ার পর যখন দেখতে পান যে, ইতিমধ্যে কেউ আপানার Signature নকল করে আপনার গিফটটি নিয়ে গিয়েছে। ফলে,আপনাকে “এন্ট্রি ও গিফট স্লিপ” দেওয়া হবে না।
কেমন লাগে তখন ?
* সাধারনত, দুটি মাধ্যমে এ দুর্নীতি/অনিয়ম হয়ে থাকে।
# ১) অনিয়ম পদ্ধতি ১ : এজিএম-এ নিয়োজিত কিছু স্টাফ কখনো নিজ থেকে, কখনো ম্যানেজার দের আনুমতি/ নির্দেশে এ ধরনের চুরি করে থাকে। এ ধরনের অনিয়ম খুব কম হয়ে থাকে।
এ ক্ষেত্রে বলা হবে আপনার গিফট কেউ নিয়ে গিয়েছে। কিন্তু কারা নিয়েছে বিনিয়োগকারীগন বুঝতে পারলেও কিছু করার থাকে না। এ ধরনের অনিয়ম হলে অধিকাংশ বিনিয়োগকারীগন খালি হাতে ফিরে যান।
# ২) অনিয়ম পদ্ধতি ২ : যে অনিয়মটি বেশি হয়ে থাকে তা হল, কিছু চোর আছে যারা ব্রোকার হউস থেকে BO ID ও Signature সংগ্রহ করে কখনো সরাসরি Slip এ Signature করে গিফট চুরি করে, আবার কখনো কোম্পানিতে আপনার Signature নকল করে Proxy Form জমা দিয়ে আপনার গিফট চুরি করে। এরা ভোরবেলা গিফট দেওয়ার সাথে সাথে গিফট তুলে নিয়ে যায়।
ফলে আপনি লম্বা লাইন শেষে Counter এ গিয়ে দেখতে পান কেউ আপনার গিফট নিয়ে গিয়েছে।
* সমাধানঃ
# ১) অনিয়ম পদ্ধতি ১ এর ক্ষেত্রে সমাধান খুব একটা পাওয়া যায়না যদি ম্যানেজারদের আদেশে এমন করা হয়। এ ধরনের সন্দেহ হলে কোম্পানির e-mail id or Phone Number এ অভিযোগ দিতে পারেন।
# ২) অনিয়ম পদ্ধতি ২ আধিকাংশ এজিএম-এ হয়ে থাকে। এর সাথে যেহেতু ব্রোকার হউসের কিছু স্টাফ জড়িত থাকে, তাই সরাসরি ব্রোকার হউসের হেড অফিসে অভিযোগ দিতে হবে।
কারন চোররা ব্রোকার হউসের কিছু স্টাফদের সহায়তা ছাড়া কিভাবে আপনার BO ID ও Signature সংগ্রহ করবে। আপনি E-mail মাধ্যমে বরাবর ম্যানেজার লিখে অভিযোগ করতে পারেন অথবা হেড অফিসের Phone Number এ বিস্তারিত জানিয়ে অভিযোগ দিতে পারেন। অভিযোগে অবশ্যয় উল্লেখ করবেন “ আপনাদের ব্রোকার হউসের স্টাফদের সহায়তা ছাড়া কিভাবে তারা আমার বিওতে এই শেয়ার আছে জানল এবং কিভাবে আমার Signaure নকল করল । আপনারা আমার অ্যাকাউন্ট এর যাবতীয় গোপনীয়তা ও নিরাপত্তা বজাই রাখতে আইনত বাধ্য ”
যতবার এ ধরনের অনিয়ম হবে প্রত্যেকবার অভিযোগ দিবেন। অন্যকে অভিযোগ দিতে উৎসাহিত করবেন।
হয়ত নিয়মিত অভিযোগ দিলে একদিন এ ধরনের অনিয়ম সম্পূর্ণরুপে দূর হবে।
সৌজন্যেঃ ক্ষুদ্র বিনিয়োগকারী এজিএম পার্টি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।