মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।
থাকতে সময় মন মাঝি তুই
তুলে নেরে পাল,
উষার আলো ধেয়ে আসে
ধরতে হবে হাল ।
সাঝের রবি ডুবে যাবে
চলরে জলদি চল,
সব বাঁধারে তুচ্ছ করে
বাড়িয়ে বাহুর বল ।
অচিনপুরের হাটে যদি
পৌচতে নাহি পারি,
বন্ধ হবে লেনা দেনা
মান যাবে সব হারি ।
পঙ্খীরাজের মতরে তুই
পাল নিয়ে যা উড়ে,
আলোর মশাল জ্বালিয়ে দিবি
আধাঁর গগণ জুড়ে ।
সবার আগে পালখানা তোর
ভিড়াবি বাজার ঘাঁট,
কেনাবেচা করবিরে তুই
অচিনপুরের হাটে ।
অধিক লাভের ভাগি হবি
সুখে জীবন করবি পার,
মন আকাশে উড়াবি তখন
জয়ের কেতন বারে বার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।