বাসের টিকেট কাটুন অনলাইনে।
টিকেট ক্রয় করার নিয়মাবলীঃ
১. প্রথমে visit করুন http://www.semicon.com .bd website এ
২. আপনি যদি রেজিস্ট্রেশান করে না থাকেন তা হলে create new account এ ক্লিক করুন।
৩. এবার প্রয়োজনীয় তথ্য সমুহ নির্দিষ্ট স্থানে পুরন করে I have read and accept Terms & Conditions এ ক্লিক করে Register button এ ক্লিক করতে হবে।
৪. এবার আপনার email address এ আপনার password সহ সফল ভাবে Registration হয়ছে সংবলিত একটি email যাবে।
৫. এবার login করার জন্য আপনার ইমেইল অ্যাড্রেস ও password দিয়ে code number এর স্থান এ Enter the code shown below code number প্রদান করে login button এ ক্লিক করুন।
৬. সফল ভাবে login হলে পরবর্তী page এ গিয়ে ticket ক্রয় করার জন্য Bus Ticketing এ click করুন।
৭. আপনি যে পরিবহন এ জেতে আগ্রহী Travel By option এ সেই পরিবহন সিলেক্ট করুন, এবার যেদিন জেতে আগ্রহী Journey Date এ সেই Date সিলেক্ট করুন, এবার প্রস্থান স্থান Station From এ সিলেক্ট করুন, ( যদি আপনি ঢাকা থেকে জেতে চান তাহলে Station From এ ঢাকা সিলেক্ট করুন ) এবং যেখানে জেতে চান Station To এ আপনার গন্তব্য স্থান সিলেক্ট করুন (যদি আপনি Chittagong জেতে চান তাহলে Chittagong সিলেক্ট করুন), এবার Journey Time এ ক্লিক করে সময় নির্বাচন করুন। এরপর show Available Seat এ ক্লিক করলে আপনাকে Seat Plan দেখাবে, এবার আপনি দেখতে পাবেন কোথায় seat ফাকা আছে, এবার seat এর উপর ক্লিক করে seat নির্বাচন করুন (সর্বাধিক ৪টি seat ক্রয় করতে পারবেন), এবার confirm Seat এ ক্লিক করলে Terms & Conditions এবং সার্ভিস চার্জ সংবলিত একটি massage show করবে, আপনি I have read & agreed Terms & Conditions এ ক্লিক করে Proceed to payment এ ক্লিক করতে হবে।
৮. payment section এ visa/master card select করে Proceed to payment এ ক্লিক করতে হবে, এবার আপনার কার্ড টি visa or master সিলেক্ট করে pay now তে ক্লিক করতে হবে , এবার card number এর স্থানে আপনার card number, Security Code এর স্থানে আপনার Security Code, Expiry Date এর স্থানে আপনার কার্ড এর Expiry Date এবং Card Holder’s Name এর স্থানে Card Holder’s Name দিয়ে Pay now Button এ ক্লিক করতে হবে, এবার আপনার প্রদানকৃত Information সঠিক থাকলে confirm payment এ ক্লিক করুন।
৯.আপনার payment সফল হয়ে থাকলে আপনাকে আপনার ticket information সহ একটি বার্তা দেখাবে এবং আপনার email address এ ticket information email যাবে।
১০. আপনি email টি প্রিন্ট করে যাত্রা শুরুর ৩০ মিনিট পূর্বে পরিবহন এর counter থেকে Ticket টি Collect করতে পারবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।