আমাদের কথা খুঁজে নিন

   

আরণ্যক-এর স্বপ্নপথিক



আরণ্যক-এর স্বপ্নপথিক 'স্বপ্নপথিক' আরণ্যক-এর নতুন নাটক। 'আরণ্যক' বলেই হয়ত সম্ভব হলো এরকম সাহসী প্রযোজনা। নাট্যকার-ঔপন্যাসিক হারুন রশীদ-এর রচনা ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ-এর নির্দেশনায় 'স্বপ্নপথিক' এই চলতি সময়ের প্রামাণ্য-বাস্তবতা। 'স্বপ্নপথিক' পোশাক শ্রমিকদের জীবন ও বাস্তবতার গল্প। গল্প নয়, জ্বলজ্বলে জীবন-বাস্তবতা।

। বিশেষ করে সাভারের একটি বহুতল বিশিষ্ট গার্মেন্ট বিল্ডিং ভেঙে পড়ে কিছুদিন আগেই যে ট্র্যাজেডি ঘটে গেল, করুণ ভাবে মৃত্যু হলো হাজারের উপর নারী-পুরুষ পোশাকশিল্পের শ্রমিক, সেই নাটকীয় বাস্তবতাকেই নাট্যদল আরণ্যক মঞ্চে আনার প্রস্তুতি শেষ করেছে। গতকাল ছিল 'স্বপ্নপথিক'এর গ্র্যান্ড শো। সীমিত দর্শকের সামনে প্রথমবারের মতো প্রোডাকশনটিকে উপস্থাপন করা হলো। শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে 'স্বপ্নপথিক' নাটকটি আমাদের দেখাল সেই ভয়াবহ ঘটনার ক্রিয়া-প্রতিক্রিয়া, ক্ষয়ক্ষতিসহ মানবিকতার চূড়ান্ত অবনমন।

এই নাটকে অত্যন্ত সংবেদনশীল বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ফুটে উঠেছে। সাভার ট্র্যাজেডি, তাজরীন গার্মেন্টসের আগুন লেগে শতশত মানুষ মুহূর্তেই পুড়ে মরল আমাদের চোখের সামনে। খালি হাতে গ্রাম থেকে বাঁচার আশায় এসেছিল এইসব মানুষ। কিন্তু তারা বাঁচতে পারে না। এমন কি স্বাভাবিক মৃত্যও হয় না তাদের।

পোশাকশিল্পের শ্রমিক-মালিকদের দ্বন্দ্ব, শোষণ এই নাটকে উঠে এসেছে। সর্বোপরি সাভার ট্র্যাজেডিই মূল প্রতিপাদ্য বিষয় এই নাটকের, আরণ্যক এটি নিয়মিত মঞ্চায়ণের প্রস্তুতি নিচ্ছে। একুশ শতকে এসেও বাংলাদেশের এই হতদরিদ্রশ্রেণির মানুষের জীবন কতটা অসহায়, হারুন রশীদের রচনায় ও মামুনুর রশীদের নির্দেশনায় সেটাই ষ্পষ্ট হয়ে উঠেছে। দর্শক আরণ্যক'এর কাছে সামাজিক দায়বদ্ধতা পূরণে যে সক্রিয়তা দেখেছে চারদশকব্যাপী, 'স্বপ্নপথিক' সেই প্রত্যাশা পূরণের দিকেই ঝুঁকেছে। 'স্বপ্নপথিক' আমি আবার দেখব, এরপরের প্রদর্শনীটাই।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।