আমাদের কথা খুঁজে নিন

   

বেতন-বোনাস দিতে বাধ্য হলেন তাজরীনের মালিক

বহুল আলোচিত তুবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেন পোষাক শ্রমিকদের বেতন ভাতা দিতে বাধ্য হলেন। শনিবার সকাল থেকে শ্রমিকদের অবরোধে থাকার পর রাত ১১টার দিকে বেতন-বোনাস দেয়া শুরু করেছে মালিক দেলোয়ার হোসেন।

এর আগে মালিকপক্ষ ও শ্রমিক নেতারা দাফায় দফায় সমঝোতার চেষ্টা করেও দেলোয়ার হোসেনকে শ্রমিকদের বেতন-বোনস দেয়াতে রাজি করাতে পারেনি। তবে শ্রমিকদের অনড় অবস্থানের কারণে এ বিষয়ে রাজি হতে বাধ্য হন দেলোয়ার।

কারখান মালিক দেলোয়ার হোসেন শ্রমিকদের ঈদের বেতন-বোনাস ও বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ করার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে শ্রমিকরা শনিবার সকালে রাজধানীর বাড্ডায় গ্রগতি সরণিতে তুবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ারকে অবরুদ্ধ করে রাখে। পরে রাত ১১টার দিকে মালিক মোবাইলে যোগাযোগের মাধ্যমে টাকা এনে শ্রমিদের বকেয়া ও ঈদ বোনাস দেয়।

গত বছরের ২৪ নভেম্বর তুবা গ্রুপের তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক শ্রমিকের মৃত্যু হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।